ময়মনসিংহ বিভাগে কল কোয়ালিটিতে মোবাইল অপারেটর রবি এবং ৪জি ডাউনলোড গতিতে বেঞ্চমার্ক পাড় হয়েছে বাংলালিংক।
নিয়ন্ত্রণসংস্থা বিটিআরসি’র ড্রাইভ টেস্ট প্রতিবেদন অনুযায়ী, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এবং নেত্রকোনা জেলায় ফোর জি ডাউনলোড ডেটার গতিতে বেঞ্চমার্ক পয়েন্ট ৭ স্পর্শ করতে পারেনি গ্রামীণফোন, রবি ও টেলিটক।
ওই অঞ্চলের প্রায় এক হাজার ৭৩ কিলোমিটার এলাকায় ড্রাইভ টেস্ট চালিয়ে নিয়ন্ত্রক সংস্থা দেখেছে, কল সেটআপ সাকসেস রেটের বেঞ্চমার্ক ৯৭ শতাংশ হলেও এখানে গ্রামীণফোন ৯৬.৭৪, বাংলালিংক ৯৬.৮৩ এবং টেলিটক ৯৪.৬৭ শতাংশ ক্ষেত্রে সফল হয়েছে। তবে কল কোয়ালিটিতে সবচেয়ে এগিয়ে থাকা রবির সফলতার হার ৯৭.৯০ শতাংশ। এক্ষেত্রে বাংলালিংকের কল ড্রপ হার সবচেয়ে কম ০ দশমিক ৪৩ শতাংশ। গ্রামীণফোনের ০.৫০, রবির ০.৫১ এবং টেলিটকের সর্বোচ্চ কল ড্রপ হার ১.৯৩ শতাংশ।
গড় কল কোয়ালিটিতে গ্রামীণফোন ৩.৫ বেঞ্চমার্ক উত্তীর্ণ হয়ে ৩.৬৩ এবং বাংলালিংক ৩.৫২ পয়েন্ট পেলেও বেঞ্চমার্ক পয়েন্ট স্পর্শ করতে পারেনি রবি (৩.৩৩) ও টেলিটক (৩.৪৫)।
এছাড়াও থ্রিজি ডেটায় টেলিটক ছাড়া বাকি তিন অপারেটরই দুইটি বেঞ্চমাকই উত্তীর্ণ হয়েছে।