শনিবার রাজধানীর সূচনা কমিউনিটিতে অনুষ্ঠিত হয়েছে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন এর কার্যনির্বাহী কমিটি নির্বাচন ২০২১ ও কর্মী সম্মেলন।
সম্মেলনে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন সভাপতি মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি, নূর কুতুব আলম মান্নান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী রহিমা আক্তার সাথী, বাংলাদেশ গার্মেন্ট ইন্ডাস্ট্রি ওয়ার্কার ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার, ঢাকা মহানগর (দক্ষিণ), জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ,বি,এম সফিউল আলম বুলু, বাংলাদেশ সুপ্রিম কোরর্টের আইনজীবি ব্যারিস্টার তাপস কান্তি বল, ইন্ডাস্ট্রি অল বাংলাদেশের সাধারণ সম্পাদক কামরুল হাসান, বাংলালিংক এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক আসফাক হাসান খান, এবং গ্রামীণ টেলিকম শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ কামরুজ্জামান।
কর্মীসম্মেলন শেষে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন এর নব নির্বাচিত কমিটির নাম ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত করা হয় মোঃ ওমর ফারুক। এছাড়াও নতুন কমিটিতে ফজলুল হক, তানভীর আহমেদ, এবং মোঃ রাসুলুল আমিন মুরাদকে সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।
বরাবরের মতোই সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিয়া মোঃ শাফিকুর রহমান মাসুদ।
এছাড়াও . মুহাম্মদ সাখাওয়াত হোসেন চৌধুরী-সহ-সাধারন সম্পাদক-১; ইমরুল কায়েস, সহ-সাধারন সম্পাদক-২; মাহমুদুল হাসান, যুগ্ন সাধারণ সম্পাদক -১; রোকসানা পারভীন, যুগ্ন সাধারণ সম্পাদক-২; মাতুজ আলী কাদেরী, সাংগঠনিক সম্পাদক; আবু নাসির মোঃ মাইনুল হোসাইন, কোষাধ্যক্ষ; মোহাম্মদ আলী ভূইয়া, প্রচার সম্পাদক -১; মোহাঃ জিয়াউর রহমান, প্রচার সম্পাদক -২; আদিবা জেরিন চৌধুরী, প্রচার সম্পাদক-৩; এ এস এম সালেহ, কার্য নির্বাহী সদস্য; এ এন এম আল-ফারাবী,কার্য নির্বাহী সদস্য এবং এ এস এম সায়েম, কার্য নির্বাহী সদস্য মনোনীত হয়েছেন।