আগামী ৩১ আগস্টের মধ্যে আইপিভি-সিক্স বাস্তবায়নে মোবাইল অপারেটরগুলোর সময় বেধে দিয়েছে বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আর করোনার কারণে কাজ শুরু করতে না পারায় এখন ১ ফেব্রুয়ারি থেকে তাদেরকে কারিগরি সিস্টেমস, আর্কিটেকচার ও এলিমেন্টস, ডিপিআইসহ অন্যান্য সব নড, প্রান্ত অথবা যন্ত্রপাতিতে প্রয়োজনীয় আপগ্রেডেশনের কার্যক্রম গ্রহণ করতে হবে।
প্রোকিউরমেন্ট বা মডিফিকেশনের জন্য সময় পাবে আড়াই মাস (২০২১ সালের ১ ফেব্রুয়ারি থেকে ১৫ এপ্রিল)। ইকুইপমেন্ট ইন্সটলেশন বা কমিশনিংয়ের জন্য আড়াই মাস (২০২১ সালের ১৬ এপ্রিল থেকে ৩০ জুন) এবং টেস্টিংয়ের জন্য সময় পাবে ২ মাস (২০২১ সালের ১ জুলাই থেকে ৩১ আগস্ট)।
কমিশনের ২৪৮তম সভায় নতুন এই টাইম লাইন দেয়া হয়েছে।
এর আগে প্রথম টাইম লাইনে ২৫ ফেব্রুয়ারি ২০২০ থেকে ২৪ ফেব্রুয়ারি ২০২১ সাল পর্যন্ত (ফেজ-১) ইন্টারনেট প্রটোকল ভার্সন-সিক্স বা আইপিভি-সিক্স বাস্তবায়ন করার কথা ছিলো। কিন্তু বিশ্বব্যাপী করোনা মহামারি থাবা বিস্তার করলে গত বছর ১২ অক্টোব মোবাইলফোন অপারেটরগুলোর সংগঠন অ্যামটব সময় বৃদ্ধির আবেদন করে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই নতুন করে টাইমলাইন করা হয়।
প্রসঙ্গত, ২০১৫ সালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের দ্বিতীয় বৈঠকের সিদ্ধান্ত— ৮.৫ এ পর্যায়ক্রমে সব আইপি অ্যাড্রেস আইপিভি-সিক্সে রূপান্তরের নির্দেশনা ছিল। ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিটিআরসির ১২ সদস্যের স্টাডি গ্রুপ সর্বোচ্চ এক বছর মেয়াদের একটি টাইম ফ্রেমের প্রস্তাবনা দেয়। প্রস্তাবনা কমিশনের ২২৭তম সভায় অনুমোদিতও হয় এবং আইপিভি-সিক্স বাস্তবায়নে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর এ বিষয়ক একটি কমিটি গঠিত হলে আইপিভি-সিক্স বাস্তবায়ন কমিটি দেশের বিদ্যমান টেলিযোগাযোগ নেটওয়ার্ক অবকাঠামো এবং এ সংশ্লিষ্ট যন্ত্রপাতি বা যন্ত্রাংশে আইপিভি-সিক্স স্থাপনে সংশ্লিষ্ট সব লাইসেন্সধারী প্রতিষ্ঠানকে নির্দেশনা প্রদানের সুপারিশ সহকারে একটি সময়ভিত্তিক প্রস্তাবনা দাখিল করে। পরে আইপিভি-সিক্সে উন্নীতকরণের জন্য ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি নির্দেশনা প্রদান করা হয় এবং চিঠি জারির তারিখ থেকে সময়কাল গণণা শুরু হয়। ওই নির্দেশনা অনুযায়ী, আইপিভি-সিক্স বাস্তবায়নের কার্যকাল ধরা হয় ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি। তবে তা না হওয়ায় নতুন টাইম লাইনে আইপিভি সিক্স বাস্তবায়নে সাত মাসের সময় দেয়া হয়েছে।