গ্রাহকের তথ্য নিয়ে প্রতারণার অভিযোগে দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে তেজগাঁও থানা মামলা দায়ের করেছেন গ্রাহক।
সোমবার ডিজিটাল সিকিউরিটি অ্যান্ড টেলিকমিউনিকেশন আইনের আওতায় হাতিরঝিল থানায় মামলাটি দায়ের করা হয়।
মঙ্গলবার উপ-পুলিশ কমিশনার কমিশনার হারুন-অর-রশিদ মঙ্গলবার গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন।
তেজগাঁও জোনের এই উপ-পুলিশ কমিশনার জানিয়েছেন, ৬ জন গ্রাহক এরই মধ্যে তথ্যের মাধ্যমে প্রতারিত হওয়ার অভিযোগ করেছে পুলিশের কাছে। এর মধ্যে দুই জনকে আটক দেখিয়েছে পুলিশ। এরা হলেন গ্রামীণফোনের কাস্টমার সার্ভিস ম্যানেজার রুবেল মাহমুদ অনিক ও প্রতারক পারভীন আক্তার।
অভিযুক্ত প্রতারকচক্র বিভিন্ন ধনাঢ্য গ্রাহকের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে পরবর্তীতে সেগুলো ফাঁস করে দেয়ার ভয় দোখানোর পাশাপাশি সামাজিক হয়রানি ও মর্যাদাহানির ভয়ে অনেকে তাদের অর্থ দিতে বাধ্য হয়।
পুলিশের কাছে দেয়া তথ্য মতে, গ্রামীণফোনের কাস্টমার সার্ভিসের কর্মকর্তা অনিক বিভিন্ন গ্রাহকের তথ্য ব্ল্যাকমেইলিং চক্রের সদস্য পারভীন আক্তারকে দিতেন। পারভীন সেই গ্রাহকদের সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করে প্রতারণার মাধ্যমে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। এ ঘটনায় হাতিরঝিল থানায় দায়ের করা মামলায় প্রতারক পারভীনকে গ্রেফতার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে গ্রামীণফোনের তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার কাস্টমার সার্ভিস ম্যানেজার রুবেল মাহমুদ অনিকের নাম। পরে অনিককে পুলিশ গ্রেফতার করে মঙ্গলবার হাতিরঝিল থানায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। এতে অনিক ও পারভীন ছাড়াও আসামি করা হয় গ্রামীণফোন লিমিটেডকে।