চলতি মাসের মধ্যে সড়কের ওপর থেকে ঝুলন্ত তার অপসারণ না করলে ফের অভিযান পরিচালনা ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সাংবাদ সম্মেলনে এই পরিকল্পনার কথা তুলে ধরেন দক্ষিণ নগর পিতা।
তবে তার ব্রিফিংয়ের পর চলতি মাসের মধ্যে ধানমিন্ডতে চলমান মাটির নিচ দিয়ে তার সঞ্চালনের কাজ শেষ করা সম্ভব হবে না বলে জানিয়েছেন আইএসপিএবির সভাপতি এম এ হাকিম। এসময় এই কার্যক্রমে সংশ্লিষ্ট ক্যাবল অপারেটর প্রতিষ্ঠানগুলোর সংগঠন কোয়াব সভাপতি কোয়াব সভাপতি এস এম আনোয়ার পারভেজও উপস্থিত ছিলেন। নেতারা জানান, ধানমন্ডিকে আমরা একটা পাইলট প্রজেক্ট হিসেবে নিয়েছি। কিন্তু এখানে অনেক কাজ আছে। এই কাজ জানুয়ারি-ফেব্রুয়ারি এর আগে সম্পন্ন হবে না।
নগরপিতার ঘোষণা অনুযায়ী, ফের ক্যাবল কাটা যেন শুরু না হয় সেজন্য শিগগির তার সঙ্গে আইএসপিএবি ও কোয়াব নেতারা বৈঠক করবেন বলে জানিয়েছেন।
কাজের অগ্রগতি তুলে ধরে আইএসপিএবি সভাপতি ডিজিবাংলাকে বলেছেন, আমাদে কাজে মেয়র মহোদয় সন্তুষ্ট নন। তবে আশ্বস্ত হয়েছেন। ইতোমধ্যে ধানমিন্ডর ডাক্টিং-লাস্টমাইল ক্যাবল এর কাজ শেষ হয়েছে। ক্যাবল সঙ্কটের কারণে বড় কোরের ক্যাবল স্থাপন কাজ বাকি রয়েছে। খুলনা থেকে ক্যাবল পাঠানো হয়েছে। দু-একদিনের মধ্যে হাতে পৌঁছবে। এর পর মাস খানেক সময় লাগবে।