গ্রামীণফোনের ১৮০ জন কর্মীর কাজ ফিরিয়ে দেয়া, ব্যাপক কর্মী ছাঁটাইয়ের দুরভিসন্ধি বন্ধ এবং গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মিয়া মাসুদকে স্বপদে পুনর্বহালের দাবিতে জিপিহাউসের সামনে মানব বন্ধন ও অবস্থান কর্মসূচি অব্যবাহত রেখেছে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন নেতা-কর্মীরা।
ডিজিটাল ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রধান কার্যালয়ের ফটকে সামনে সমবেত হয়ে বৃহস্পতিবারও তারা মানববন্ধন করেছে। মানববন্ধন থেকে বিভিন্ন স্লোগান দিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে নেতারা।
তবে এখনো এই মানববন্ধন ও শান্তিপূর্ণ কর্মসূচিকে আমলে নেয়নি গ্রামীণফোন কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, গ্রামীণফোন কর্তৃপক্ষ করোনা শুরু হওয়ার পর গ্রামীণফোনের ১৮০ জন কর্মীকে কর্মহীন করে রেখেছে। এই কর্মহীন ১৮০ কর্মীকে কাজে ফিরিয়ে নেওয়ার দাবিতে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন অভ্যন্তরীণ ভাবে গ্রামীণফোন কর্তৃপক্ষকের কাছে জোরালো দাবি জানিয়ে আসছিলো এবং এই জোরালো দাবি আদায়ে জিপিইইউ এর জেনারেল সেক্রেটারি মিয়া মাসুদ অগ্রণী ভূমিকা পালন করেন। এরইমধ্যে গত ২৭শে অক্টোবর বিকেল ৫ টার সময় এক ইমেইলের মাধ্যমে তাকে চাকুরীচ্যুত করে। এর পরের দিন থেকেই এই ঘটনার প্রতিবাদে শ্রম ভবন, প্রেসক্লাব, ঢাকা স্টক এক্সচেঞ্জ, বিটিআরসি, ধানমন্ডির রবীন্দ্র সরোবর, শাহবাগে, ধানমন্ডি ৩২ এবং জিপিহাউসের সামনে মানববন্ধন, লিফলেট বিতরণ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছে। পাশাপাশি জাতীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন ও আলোর মিছিল কর্মসূচি সারাদেশ কর্মসূচী পালন করেছে।