কাস্টম-মেইড ফাইভজি চিপসেট সরবরাহে ব্রডকম ও নোকিয়ার মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। গত মার্চ থেকে ইন্টেল এবং মার্ভেলের পর এটি তৃতীয় বৃহৎ কোম্পানি যার সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে। খবর জিএসএম এরিনা।
নতুন এই চুক্তির মাধ্যমে ফিনল্যান্ডের কোম্পানিটির বাজার ও সরবরাহে প্রবৃদ্ধি হবে এবং কোম্পানিটি চলতি বছরের শেষ নাগাদ কাস্টম মেইড চিপসহ সকল ফাইভজি পণ্যে ৩৫ শতাংশ প্রবৃদ্ধি হবে।
বর্তমানে নোকিয়া যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী ফাইভজি সেবা প্রদানে কাজ করছে।
ডিবিটেক/বিএমটি