ফিনল্যান্ডের টেলিকম যন্ত্রাংশ নির্মাতা নোকিয়া চলমান করোনাভাইরাস মহামারিতে বেশ ভালোই অবস্থানে আছে। অধিক গ্রাহকের চাহিদা পূরণে কোম্পিানিটির ব্রডব্যান্ড গ্রাহকদের নেটওয়ার্ক আপগ্রেডে কার্যাদেশের পরিমাণ কয়েকগুন বেড়েছে। খবর রয়টার্স।
নকিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, অনেক গ্রাহকই তাদের পরবর্তী বছরগুলোর কথা চিন্তা করে নেটওয়ার্ক ৩০ থেকে ৪০ শতাংশ বৃদ্ধি করে আসছে, তবে কোভিড-১৯ এর ফলে রাতারাতি ট্রাফিক প্রবৃদ্ধি বেড়ে গেছে।
গ্রাহকদেরকে ভবিষৎ এ নেটওয়ার্ক প্রবৃদ্ধি আরও বাড়ানোর প্রয়োজন হবে। গ্রাহকরা এ বিষয়ে নোকিয়ার সাথে কথা বলেছে। প্রথম প্রান্তিকে কোম্পানিটির ফিক্সড নেটওয়ার্ক কার্যাদেশের পরিমান ২২ শতাংশ বেড়েছে।
২০১৬ সালে ১৭ বিলিয়ন ডলারে অ্যালকাটেল-লুসেন্ট কেনার পর নোকিয়ার ফিক্সড-লাইট নেটওয়ার্ক ব্যবসা বেশ ভালো অবস্থানেই রয়েছে।
ডিবিটেক/বিএমটি