ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের জন্য ঘোষিত প্রণোদনা ও বরাদ্দকৃত ব্যাংক ঋণ সুবিধা চেয়ে সার্কুলার জারির আবেদনসহ সরকারের কাছে ৬ দফা প্রস্তাব দিয়েছে করেছে সাইবার ক্যাফে ও তৃণমূল গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন সাইবার ক্যাফে ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
সংগঠনের সভাপতি এ. এম কামাল উদ্দীন আহমদ সেলিম স্বাক্ষরিত এই আবেদনটি গত ১০ মে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আবেদনে জানানো হয়েছে, কোভিড ১৯ সংক্রমণ শুরুর পর ঢাকায় বসবাসকারী ইন্টারনেট গ্রাহকের ৩০% লকডাউনে ঢাকা ছেড়েছে এবং কর্পোরেট অফিস গুলোও বন্ধ হওয়ায় ৫০% বিল উত্তোলন অনিশ্চিত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতেও স্বাস্থ্য ঝুঁকির মধ্যেই মাঠ পর্যায়ের টেকনিয়ানরা গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবা সচল রেখেছে। এই শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রীর তরফ থেকে বিশেষ অনুদানের প্রস্তাব দিয়েছে সংগঠনটি।
এছাড়াও গ্রাহক পর্যায়ে বিল সংগ্রহে ডাক বিভাগের মোবাইল ফিন্যান্সিয়াল সেবা ‘নগদ’ এর সঙ্গে সকল আইএসপি-কে যুক্ত করা এবং ব্যান্ডউইথ ক্রয়-বিক্রয়ে ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।