মোবাইল অপারেটর গ্রামীণফোনের এন্টারটেইনমেন্ট প্লাটফর্ম ‘বায়োস্কোপ’-এ এখন সম্প্রচার করা হচ্ছে শিক্ষার্থীদের অনলাইন ক্লাসও। সংসদ টিভি-তে প্রতিদিন শ্রেণী ও বিষয় ভিত্তিক যে ক্লাসগুলো হয় তা যেনো অপারেটরটির গ্রাহকরা যে কোনো সময় উপভোগ করতে পারে সে জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান।
বুধবার বিকেলে “ঘরে বসেই পথ দেখানো সম্ভব”- এই স্লোগানে শুরু হওয়া গুগল ম্যাপ ও ওপেন স্ট্রিট ম্যাপ আপডেট করার চ্যালেঞ্জ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, এই মুহূর্তে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে অনলাইন ক্লাস নেয়া হচ্ছে, ওই অনলাইন ক্লাসগুলো আমরা বায়োস্কোপ এর থ্রুতে সবার কাছে দিয়ে দিচ্ছি।
উদ্যোগের প্রশংসা করে অনুষ্ঠানের প্রধান অতিথি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘এক্সিলেন্ট, এক্সিলেন্ট’।
ইয়াসির আজমান আরো বলেন, “আমরা এই সময়ে কমিটমেন্ট নিয়ে এটুআই এর সঙ্গে কাজ করছি। আসলে এটা এমন নয় যে, আমি এইটা করবো; আপনি ওইটা করবেন। আসলে আমরা প্রতিদিনই নতুন আইডিয়া নিয়ে কাজ করছি। ওয়ান টিম হিসেবে কাজ করছি।”
তার কথার রেশ কাটতে না কাটতেই সম্পূরক উত্তর দিয়ে এটুআই পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী বলেন, “আমি গ্রামীণফোনকে অন্তর থেকে ধন্যবাদ জানাতে চাই। এই ক্র্যাইসিস মোমেন্টে ওনারা এগিয়ে এসেছেন, কোনো ধরনের বিজনেস, মুনাফার চিন্তা না করেই। বিগ ডেটায় ওনারা দারুণ ভাবে কন্ট্রিবিউট করছেন। এখন বাংলাদেশ চ্যালেঞ্জ লঞ্চ করলেন।”
শেষে গ্রামীণফোন সিইও বলেন, “এই যে ছোট্ট একনলেজমেন্টটা কিন্তু আমাকে অনেক খুশী করে। তো এই যে পুরষ্কার, একনলেজমেন্টটা খুবই দরকার।”