প্রথমবারের মতো ৫-জি অভিজ্ঞতা পেতে যাচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ। হাতের ইশারায় রোবট নিয়ন্ত্রণের মাধ্যমে খেলতে পারবেন ফুটবল। রিয়েল-টাইম ভি-আর উপভোগ করতে পারবেন। নিজেকে খুঁজে পাবেন স্কিইরত অবস্থায়।
রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশ মেলা ২০২০’- এ এই সুযোগ করে দিচ্ছে মেলার টাইটেনিয়াম সহযোগী হুয়াওয়ে।
সূত্রমতে, সোমবার (১৩ জানুয়ারি) ৫জি টাওয়ার স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার পরীক্ষা চালানো হবে।
হুওয়ায়ে বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, তিন দিনব্যাপী মেলায় আগত দর্শনার্থীদের জন্য নিজেদের প্যাভিলিয়নে সরাসরি ৫জি স্পিড ও লো- ল্যাটেন্সি অভিজ্ঞতা দেবেন তারা। ৫জি প্রযুক্তিতে কত দ্রুত হিউম্যান টু মেশিন কিংবা মেশিন টু মেশিন কমিউনিকেশন সম্ভব তা তুলে উপস্থাপন করা হবে। পাশাপাশি থাকবে হুয়াওয়ের ৫জি স্মার্টফোনের অভিজ্ঞতা নেয়ার সুযোগ। এবং কেনা যাবে বাজারে বর্তমান হুয়াওয়ের ফোনগুলো।
এছাড়াও মেলা প্রাঙ্গনে একটি প্লে-জোন থাকবে যেখানে সবাই ৫জি প্রযুক্তির মাধ্যমে রিয়েল-টাইম ভি-আর উপভোগ করতে পারবেন। ৫ জি ভি-আর পরার সাথে সাথেই অংশগ্রহণকারী নিজেকে খুঁজে পাবেন স্কিইরত অবস্থায়।
প্রসঙ্গত, আগামী ১৬-১৮ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২০। ইন্টারনেট নিয়ে প্রথম বারের মতো এই জাতীয় মেলার আয়োজন করেছে ডাক ও টেলিযোগযোগ বিভাগ। মেলাটি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইএসপিএবি।