অবৈধ কল টার্মিনেশন নিয়ন্ত্রণের ক্ষেত্রে জটিলতা এড়াতে ‘সাদা তালিকা’ তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ‘অতিরিক্ত ইনকামিং কল’ আসায় নীতিমালা অনুযায়ী ‘কল বন্ধ’ করতে গিয়ে বিপাকে পড়ায় এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে কমিশন।
অবৈধ কল টার্মিনেশন নিয়ন্ত্রণে করতে গিয়ে সম্প্রতি গ্রামীণফোনের ২৮টি এবং রবি’র নেটওয়ার্কে থাকা তিনটিসহ স্বাস্থ্য সেবায় ব্যবহৃত মোট ৩১টি নম্বর বারবার বন্ধ হয়ে যাওয়ায় পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হচ্ছে। জানাগেছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট বা আইইডিসিআরের আওতায় দেশব্যাপী এই নম্বরগুলো ব্যবহৃত হয়ে থাকে।
সূত্রমতে, নম্বরগুলো কিছু দিন পরপর বন্ধ হওয়ায় স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছে বলে সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় বিটিআরসিকে চিঠে দেয়। এর পরিপ্রেক্ষিতে নম্বরগুলোকে সাদা তালিকায় রাখার বিষয়ে গত কমিশন বৈঠকে আলোচনা হয়। বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত নিতে আরও যাচাই-বাছাইয়ের কথা বলা হয়েছে। সাদা তালিকা হলে এ নম্বরগুলো কখনও বন্ধ হবে না বলে প্রত্যাশা করছে কমিশনের সংশ্লিষ্ট বিভাগ।