সর্ববৃহৎ মোবাইল ফোন চিপ সরবরাহকারী কোয়ালকম বিশ্বের স্মার্টফোন নির্মাতাদের কাছ থেকে ২০২১ সালে ৪৫ কোটি ফাইভজি হ্যান্ডসেট বাজারে সরবরাহ করার প্রত্যাশা করছে। এছাড়া পরবর্তী বছরে তাদের প্রত্যাশা ৭৫ কোটি হ্যান্ডসেট। খবর রয়টার্স।
এর আগে কোয়ালকম ২০২০ সালে ২০ কোটি ফাইভজি হ্যান্ডসেট বাজারে সরবরাহ হওয়ার প্রত্যাশা কথা জানিয়েছিলো। যা ১২৫ শতাংশ প্রবৃদ্ধি হবে পরবর্তী বছরে, এমনটাই প্রত্যাশা প্রতিষ্ঠানটির।
ফাইভজি যতোটা সম্প্রসারণ হবে কোয়ালকম সেটি থেকে অধিক লাভবান হবে। কারণ সামনের দিনগুলোতে ফোনের জন্য অধিক চিপের প্রয়োজন হবে। যার বাজারে সিংহভাগ দখলে রাখতে চায় কোয়ালকম।
কোয়ালকম জানিয়েছে, ফোরজির চেয়েও দ্রুতগতিতে ফাইভজির সম্প্রসারণ হবে। বিশেষ করে চীনে প্রযুক্তির বাণিজ্যিকীকরণ এবং বিভিন্ন দামে চিপসেটের সহজলভ্যতার কারণে।
যেহেতু কোয়ালকম স্মার্টফোন নির্মাতাদের সাথে গভীরভাবে সম্পৃক্ত, তাই তাদের এই ধারণাকে গুরুত্ব দিচ্ছে বিশ্লেষকরা।
ডিবিটেক/বিএমটি