বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী প্রশিক্ষণ দেয়ার পরামর্শ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে নেত্রকোনা জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে এই পরামর্শ দেন মন্ত্রী।
তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু বিএ-এমএ পাশ করিয়ে সার্টিফিকেট হাতে ধরিয়ে ছেড়ে দেবেন না। পাশাপাশি তাদের চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী করে গড়ে তুলবেন। তা না হলে কর্মসংস্থান করে দেওয়া কঠিন হয়ে পড়বে।
মন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে, পড়াশোনা হচ্ছে আর ছেলেমেয়েদের সার্টিফিকেট দিচ্ছি। যখন কর্মসংস্থানের প্রয়োজন তখন তা দিতে পারছি না। এজন্যই বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন। আমাদের ইনস্টিটিউটগুলো সেই জায়গায় ভূমিকা রাখবে বলে আশা রাখি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য (এমপি) ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক), যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়, জেলা প্রশাসক (ডিসি) মঈনউল ইসলাম, জেলা পুলিশ সুপার (এসপি) মো. আকবর আলী মুন্সি, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায় পৌর মেয়র নজরুল ইসলাম খান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের (শেহাবি) কর্তৃপক্ষ অধ্যাপক ড. রফিকউল্লাহ খানের কাছে বিশ্ববিদ্যালয়ের জমি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। একই সঙ্গে জমির ১১ জন মালিককে ১ কোটি ৫৪ লাখ টাকার চেক দেওয়া হয়েছে।