চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই – সেপ্টেম্বর) গ্রাহক সংখ্যায় তৃতীয় অবস্থানে থাকা বাংললিংকের মোট গ্রাহক বেড়েছে ২.৪ শতাংশ। তবে ইন্টারনেট গ্রাহক বৃদ্ধির হার ৯.৭ শতাংশ। সব মিলিয়ে গত বছরের তুলনায় চলতি বছরের একই প্রান্তিকে আয় বেড়েছে ৩.৮ শতাংশ। এই সময়ে এক হাজার ১৪৩ কোটি ৫১ লাখ টাকা আয় করেছে মোবাইল অপারেটর বাংলালিংক। এরমধ্যে ইন্টারনেট থেকে অপারটেরটি আয় করেছে ২৩৪ কোটি ৯৯ লাখ টাকা। তবে দ্বিতীয় প্রান্তিকের তুলনায় তা শূন্য দশমিক ৮৯ শতাংশ কমেছে এই ডোরাকাটা অপারেটরের।
বছরের দ্বিতীয় প্রান্তিকে বাংলালিংকে মোট আয় ছিলো এক হাজার ১৫৩ কোটি ৬৮ লাখ টাকা। এরমধ্যে ইন্টারনেট থেকে আয় ছিলো ২২৫ কোটি ৩৭ লাখ টাকা। অন্যদিকে বছরের প্রথম প্রান্তিকে মোট আয় হয় এক হাজার ১২১ কোটি ৩০ লাখ টাকা। এরমধ্যে ইন্টারনেট থেকে আয় করেছে ২২৪ কোটি ২২ লাখ টাকা।
বাংলালিংকের মূল কোম্পানি ভিয়ন ভিয়নের হিসাব অনুসারে, সেপ্টেম্বরের শেষে বাংলালিংকের কার্যকর সংযোগ আছে তিন কোটি ৬ লাখ। এ সময়ে প্রতি মাসে একেকজন গ্রাহকের কাছ থেকে গড়ে তাদের আয় হয়েছে ১১৩ টাকা। গত প্রান্তিকেও যা ছিল ১১৪ টাকা। বছরের তৃতীয় এই প্রান্তিকে তাদের একজন গ্রাহক কথা বলার কাজে মাসে ফোন ব্যবহার করেছেন গড়ে ২৩২ মিনিট। এক প্রান্তিক আগেও যা ছিল ২৩৬ মিনিট।
তবে ইন্টারনেটের ব্যবহার ও আয় সামান্য হলেও আগের প্রান্তিকের চেয়ে বেড়েছে। তৃতীয় প্রান্তিকে মাসে একেকজন ইন্টারনেট গ্রাহক গড়ে ১,৩৪৪ এমবি করে ডেটা ব্যবহার করেছেন। আগের প্রান্তিকে এই আয় ছিল ১,২৫০ এমবি। ইন্টারনেট থেকে তৃতীয় প্রান্তিকে আয় করেছে ২৩৪ কোটি ৯৯ লাখ টাকা। দ্বিতীয় প্রান্তিকে এই আয় ছিল ২২৫ কোটি ৩৭ লাখ টাকা। গত বছরের তুলনায় এ বছরের তৃতীয় প্রান্তিকে বাংলালিংকের ইন্টারনেট থেকে আয় বেড়েছে ২৬.৪ শতাংশ। ডেটার ব্যবহার বেড়েছে ৮৩ শতাংশ।