আইটেল’র সহযোগে সাশ্রয়ী মূল্যে একটি কো-ব্র্যান্ডেড স্মার্টফোন এনেছে গ্রামীণফোন। আইটেল এ৮০ ডিভাইসটিতে রয়েছে রয়েছে ৪+১২৮ জিবি মেমরি যা এই দামের মধ্যে সেরা, আইপি-৫৪ রেটেড পানি ও ধূলা প্রতিরোধক এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট।
গ্রাহকদের জন্য স্মার্টফোনটি মাইজিপি অ্যাপের মাধ্যমে একবারের জন্য ৭ দিন মেয়াদি ৫ জিবি ফ্রি ইন্টারনেট । এছাড়া প্রতি মাসে ৯৯ টাকায় ৭ দিন মেয়াদি ১০ জিবি এবং ২৯৮ টাকায় ৩০ দিন মেয়াদি ৪০ জিবি ইন্টারনেট প্যাক কিনতে পারবেন গ্রাহকরা। ডিভাইসটি চালু হওয়ার পর থেকে ছয় মাস পর্যন্ত গ্রাহকেরা এই দুইটি অফার যতবার খুশি নিতে পারবেন। মাত্র ৯ হাজার ৯৯০ টাকায় সাশ্রয়ী মূল্যের এই ডিভাইসটি সারা দেশের গ্রামীণফোন সেন্টার (জিপিসি) এবং আইটেল রিটেইল চ্যানেলে পাওয়া যাচ্ছে।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, “আইটেল’র সাথে এই পার্টনারশিপ স্মার্টফোনকে আরো সাশ্রয়ী ও সহজলভ্য করার মাধ্যমে ডিজিটাল বৈষম্য দূর করার লক্ষ্যে আমাদের একাগ্রতার প্রতিফলন। অন্তর্ভূক্তিমূলক ডিজিটাল ভবিষ্যত গড়তে এটি একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ যাতে উদ্ভাবন ও সহযোগিতার ভিত্তিতে সবার জন্য সমান সুয়োগ নিশ্চিত হয়। আরও শক্তিশালী সংযোগের মাধ্যমে জীবনমান উন্নত করে আমরা নিশ্চিত করতে চাই যেন সবাই ডিজিটাল যুগের রূপান্তরকারী ক্ষমতাকে কাজে লাগাতে পারেন।”
আইস্মার্টইউ টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক বলেন, “গ্রামীণফোনের সঙ্গে আমাদের এই পার্টনারশিপ বাংলাদেশের গ্রাহকদের কাছে উদ্ভাবনী ও সাশ্রয়ী প্রযুক্তি পৌঁছে দিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের উভয় কোম্পানির একটি সাধারণ লক্ষ্য হচ্ছে গ্রাহকদের হাতে মানসম্মত স্মার্টফোন পৌঁছে দিয়ে তাদের ক্ষমতায়ন নিশ্চিত করা; আইটেল এ৮০ স্মার্টফোনটির উন্মোচন এরই প্রতিফলন।