টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার (সিবিও) থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি-এর বোর্ডে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন ব্যবসা ও প্রযুক্তি ক্ষেত্রে অভিজ্ঞ পেশাজীবী ড. আসিফ নাইমুর রশিদ।
বৃহস্পতিবার অপারটেরটির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ড. আসিফ নাইমুর রশিদ বলেন, “এই দায়িত্বের মাধ্যমে স্বনামধন্য এই প্রতিষ্ঠানে অবদান রাখার সুযোগ পেয়ে আমি আনন্দিত। আমার দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে সোনালী ব্যাংককে প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করতে চাই, যা আরো উজ্জ্বল ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করবে।“
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া সাউদার্ন ইউনিভার্সিটি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তায় ডক্টরাল ডিগ্রি অর্জন করেন ড. আসিফ। এছাড়া কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার রয়্যাল রোডস ইউনিভার্সিটি থেকে মাস্টার্ অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট), অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি থেকে মাস্টার অব ইঞ্জিনিয়ারিং স্টাডিজ (টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স’-এ ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন তিনি।