বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দুজন কমিশনারের নিয়োগ বাতিল করা হয়েছে। এরা হলেন বিটিআরসির কমিশনার (আইনজীবী ও বিচারক ক্যাটাগরি) ও ভাইস চেয়ারম্যান মো. আমিনুল হক (বাবু) এবং কমিশনার (ব্যবসা-বাণিজ্য বা অর্থ বা ব্যবস্থাপনা বা প্রশাসন ক্যাটাগরি) ড. মুশফিক মান্নান চৌধুরী।
মেয়াদ পূর্তির আগে তাদের নিয়োগের বাতিল করে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি বিটিআরসির কমিশনার (আইন) পদে নিয়োগ পান মো. আমিনুল হক (বাবু)। অপরদিকে ২০২২ সালের ৪ ডিসেম্বর বিটিআরসির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মুশফিক মান্নান চৌধুরীকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিলো তৎকালীন সরকার।
নিয়োগ প্রাপ্তির দিন থেকে তাদের তিন বছর পর্যন্ত এই পদে থাকার কথা ছিলো। তবে বিটিআরসি’ সংস্কারের অংশ হিসেবে এই উদ্যোগ নেয়া হয় বলে জানাগেছে। সূত্রমতে, কথায় কথায় ফাইন করা ও লাইসেন্স বাতিলের হুমকী এবং আত্মরক্ষার সুযোগ না দিয়েই ক্যাপিং এর মাধ্যমে ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘাটাতো বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। ভুক্তভোগীদের মতে, ওইসময়ে বিটিআরসিতে অদৃশ্য আয়নাঘর গড়ে উঠেছিলো।
এরপর বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে, এই দুই কমিশনারের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।