অটো ইন্ডাস্ট্রিতে নিজেদের আধিপত্য বিস্তার করার লক্ষে মাঠে নেমেছে হুয়াওয়ে। সেই লক্ষে চালকবিহীন গাড়ির জন্য ফাইভজি টেকনোলজি ব্যবহারের মাধ্যমে রাডার তৈরি করবে চীনের প্রযুক্তি জায়ান্টটি। খবর রয়টার্স।
কোম্পানির বর্তমান চেয়ারম্যান জু ঝিঝুন বেইজিংয়ে এক সম্মেলনে জানান, গাড়ির সকল সেন্সরের মাধ্যমে হুয়াওয়ে একটি ইকোসিস্টেম তৈরি করবে। যদিও এজন্য কোনো টাইমলাইন জানাননি তিনি।
ফাইভজি টেকনোলজিসমৃদ্ধ মিলিমিটার-ওয়েভ রাডার এবং লেজার রাডার তৈরি করা হবে। এই রাডার সেন্সর চালকবিহীন গাড়ির আশেপাশের পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করতে ব্যবহার করা হয়।
ডিবিটেক/বিএমটি