আগামী মাস থেকে বাণিজ্যিক শর্টকোডে কল খরচ অর্ধেকে নেমে আসবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ কমিশন বৈঠকে নূন্যতম কল খরচ ৫০ শতাংশ কমিয়ে মিনিট প্রতি এক টাকা নির্ধারণ করা হয়েছে।
সূত্রমতে, এ সিদ্ধান্ত কার্যকর করার জন্য এখনো সব অপারেটরকে চিঠি পাঠায়নি বিটিআরসি। আগামী সপ্তাহ নাগাদ চিঠিটি অপারেটরদের কাছে পাঠানো হবে।
বর্তমানে বিটিআরসি’র কাছ থেকে ২৫টি বাণিজ্যিক প্রতিষ্ঠান শর্টকোড নিয়েছে। এর সবগুলোতেই কল করার জন্য প্রতি মিনিটের নূন্যতম খরচ দুই টাকা। কোনোটিতে আবার দুই টাকা ৩৪ পয়সা খরচ হয়।
এদিকে গত সপ্তাহে সরকারি শর্টকোডে কল করার খরচ ৪৫ পয়সা নামিয়ে আনতে মোবাইল ফোন অপারেটরগুলোকে চিঠি দিয়েছে বিটিআরসি। তবে তারা এখনো সে সিদ্ধান্ত কার্যকর করেনি বলে জানা গেছে। বর্তমানে ৭২টি সরকরি প্রতিষ্ঠান শর্টকোডের মাধ্যমে কল করলে গ্রাহকদেরকে নানা তথ্য দিচ্ছে। এসব সংস্থাগুলোর মধ্যে দুর্নীতি দমন কমিশন, দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, নির্বাচন কমিশন, শিশু সেবা বিভাগ, মহিলা ও শিশু মন্ত্রনালয় এবং আইনগত সহায়তার জন্যে টোল ফ্রি শর্টকোড চালু আছে। বাকিগুলোর ক্ষেত্রে এতদিন সর্বনিন্ম দুই টাকা থেকে আড়াই টাকার মধ্যে প্রতি মিনিটের জন্যে খরচ হয়।
সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় তাদের ১৬৭৬৭ নম্বরের বিপরীতে প্রতি মিনিটের জন্যে দুই টাকা ৪০ পয়সা চার্জকে অতিরিক্ত বলে সেটি ২৫ পয়সায় নামিয়ে আনার জন্যে বিটিআরসিকে অনুরোধ করলে কমিশন বৈঠকে সরকারি শর্টকোডে কল করার খরচ ৪৫ পয়সায় নামিয়ে আনার সিদ্ধান্ত হয়। তখন বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের শর্টকোডে কল করার খরচের বিষয়টিও পর্যালোচনার সিদ্ধান্ত হয়।