আগামী ২০২৪ সাল নাগাদ বিশ্বব্যাপী ফাইভজি গ্রাহকের সংখ্যা ১৫০ কোটিতে পৌছাবে। দ্রুতগতির মোবাইল ইন্টারনেটের চাহিদার প্রেক্ষিতে এই সংখ্যা অর্জিত হবে বলে এক নতুন রিপোর্টে প্রকাশ করা হয়েছে। খবর টেকরাডার।
প্রাথমিকভাবে ফাইভজির প্রবৃদ্ধি ধীরগতির, কাভারেজ কম এবং ডিভাইস স্বল্পতা হলেও এটি দ্রতই পাল্টে যাবে। ইতিমধ্যে নেটওয়ার্ক তৈরি চলমান রয়েছে এবং বেশকিছু হ্যান্ডসেটও বাজারে এসেছে।
গত বছর যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডে বাণিজ্যিকভাবে ফাইভজি সেবা চালু করা হয়েছে। এই তালিকায় ক্রমেই বিভিন্ন দেশ যুক্ত হচ্ছে। টেলিকম অপারেটরগুলো পাল্লা দিয়ে আগেভাবে সেবা চালুর প্রস্তুতি নিচ্ছে।
রিপোর্টে আরও বলা হয়, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে আগামী ৫ বছরের মধ্যে ৯২ কোটি ৪০ লাখ, উত্তর আমেরিকায় ২৫ কোটি ৪০ লাখ এবং ইউরোপে ২৪ কোটি ২৪ লাখ ফাইভজি গ্রাহক তৈরি হবে। অন্যান্য অঞ্চল যেমন মধ্যপ্রাচ্য এবং লাতিন আমেরিকায় ধীরে ধীরে এই সেবার প্রসার ঘটবে।
২০২৪ সাল নাগাদ ফাইভচি রেভিনিউ হবে ৩০১ বিলিয়ন ডলার। যেখানে ১২১ বিলিয়ন ডলার নিয়ে শীর্ষে থাকবে এশিয়া-প্যাসিফিক অঞ্চল।
ডিবিটেক/বিএমটি