ই-কমার্স জায়ান্ট অ্যামাজন সম্পূর্ণ নতুন ধরণের নিজস্ব ওয়্যারলেস নেটওয়ার্ক সিস্টেম বা ওয়াইফাই উন্মোচন করেছে। এর মাধ্যমে আগের থেকে অনেক বেশি স্মার্ট ডিভাইস সহজেই সংযুক্ত করা যাবে। খবর টেক রাডার।
অ্যামাজন সাইডওয়াক নামের এই নতুন প্রযুক্তি একটি লো-এনার্জি নেটওয়ার্ক প্রোটোকল, যা ৯০০ মেগাহার্টজ ওয়েভ ব্যবহার করে বাড়ির সকল ডিভাইস সংযুক্ত করতে পারে। একইসাথে ডিভাইসগুলোর মধ্যে যোগাযোগ তৈরি করে।
অ্যামাজন আরও জানিয়েছে, ইন্টারনেট অব থিংস (আইওটি) এর মাধ্যমে এটি বাড়ির বাইরেও ব্যবহার করা যাবে।
এই নেটওয়ার্ককে বিদ্যমান ওয়াইফাই এবং ব্লুটুথ নেটওয়ার্কের বিকল্প বলেছে কোম্পানি প্রধান নির্বাহী জেফ বেজোস।
ডিবিটেক/বিএমটি