আগামী ২৩ সেপ্টেম্বর সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সরকারের সঙ্গে বৈঠক করবেন ফেসবুকের কর্মকর্তারা। বৈঠকে ফেসবুকের প্রতিনিধিত্ব করবেন প্রতিষ্ঠানটির কনটেন্ট বিভাগের পাবলিক পলিসি ম্যানেজার ভারুন রেড্ডি। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ডিজিবাংলা-কে মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
তিনি জানান, টেলিযোগাযোগ বিভাগ ও নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিসহ সংশ্লিষ্টরা বৈঠকের আলোচ্য সূচি নির্ধারণে কাজ করছে। আলোচনার বিষয় নির্ধারণে আজ একটি বৈঠক হয়েছে। আগামীকালও বৈঠক হবে। আগামী ২২ তারিখের মধ্যে আলোচ্য সূচী চূড়ান্ত হবে।
সূত্রমতে, বৈঠকে বাংলাদেশে ফেসবুকের বাজার নিয়ে কথা বলবেন ভারুন রেড্ডি। অপরদিকে টেলিযোগাযোগ বিভাগের পক্ষ থেকে দেশের আইনের দিকগুলো অবহিত করা হবে। সে অনুসারে তাদেরকে এখানে ব্যবসা করতে বলা হবে।
এ বিষয়ে মোস্তাফা জব্বার বলেন, আমি দীর্ঘদিন ধরে একটা কথাই বলে এসেছি, বাংলাদেশে ব্যবসা করতে হলে বাংলাদেশের আইন-কানুন মেনেই করতে হবে।
জানাগেছে, দ্বি-পাক্ষিক বৈঠকে ঢাকায় অফিস খুলতে, জাতীয় রাজস্ব বোর্ড থেকে একটি ভ্যাট নিবন্ধন নিতে এবং ডাটার গোপনীয়তা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে ফেসবুককে চাপ দেবে বাংলাদেশ সরকার।
এর আগে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেছিলেন, আমেরিকায় একটি মেয়ে রাস্তায় হাফপ্যান্ট পরে হেঁটে গেলে তা সমস্যা না। তবে আমেরিকা ও বাংলাদেশের স্ট্যান্ডার্ড এক না। বাংলাদেশে এমন অবস্থা সম্ভব না। তাই আমেরিকান স্ট্যান্ডার্ডে না, বাংলাদেশের ব্যবহারকারীদের পোস্ট এখানকার স্ট্যান্ডার্ডে নিয়ন্ত্রণ করতে হবে।