দ্বিতীয় দিনের মতো ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে অফিস করার মধ্য দিয়ে তৃতীয় মেয়াদে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন শুরু করবেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যেগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আইসিটি টাওয়ার নয়; রবিবার সকাল ৯টায় বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে ( ভবন -৭, ফোর্থ ফ্লোর) বিভাগ ও এর অধীন দপ্তর ও সংস্থাসমূহের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন তিনি। একইসঙ্গে এই খাতের তিনটি সংগঠন টিআরএনবি, বিআইজেএফ এবং টিএমজিবি’র শীর্ষ নেতাদের সঙ্গেও শুভেচ্ছা বিনময় করবেন প্রতিমন্ত্রী।

দ্বিতীয় মেয়াদের শুরুতেই ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়ে সেখান থেকে কার্যক্রম শুরু করছেন বলে নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ম. শেফায়েত হোসেন। এরপর সেখান থেকে দুপুর নাগাদ আগারগাঁওয়ের চিরচেনা আইসিটি টাওয়ারে যেতে পারেন তিনি। তবে সেই সূচিটি নিশ্চিত করেননি আইসিটি বিভাগের জনসংযোগ কর্মকর্তা শহীদুল আলম মজুমদার।
এর আগে রেকর্ড পঞ্চমবার ও টানা চতুর্থবার সরকার গঠনের পর শনিবার (১৩ জানুয়ারি ২০২৪) মন্ত্রিসভার সদস্যদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে টুঙ্গিপাড়ার বাড়িতে নবগঠিত মন্ত্রিসভার অনানুষ্ঠানিক প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে প্রধানমন্ত্রীর মুখোমুখি বসে রমজানে খাদ্যমূল্য সবার হাতের নাগালে রাখার নির্দেশনা দেন তিনি। সূত্রমতে, প্রধানমন্ত্রীর বৈঠকের নির্দেশনাকে কার্যকর করতে কীভাবে আইসিটি ও টেলিকম প্রযুক্তি ব্যবহার করা যায় তা খতিয়ে দেখছেন প্রতিমন্ত্রী।
প্রসঙ্গত, ২০০২ সালে “বিজ্ঞান ও প্রযুক্তি” মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে “বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়” নাম ধারণ করেছিলো। আর ২০০৯ সালে মাত্র ৩৩ বছর বয়সে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য নির্বাচিত হন জুনাইদ আহমে পলক। এরপর ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়কে একীভূত করা হয়। ওই বছরেই পুণনির্বাচিত হয়ে এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। ২০১৭ সালের ২ জানুয়ারি বেসিস সভাপতি থাকাকালে মোস্তাফা জব্বার যখন জানুয়ারি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। পরের মেয়াদে ২০১৯ সালের ৭ জানুয়ারি থেকে দ্বিতীয় মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর ওই বছরের ১৯ মে মোস্তাফা জব্বারকে শুধু ডাক ও টেলিযোগাযোগে সরিয়ে নেয়া হয়। তখন থেকেই একাই আইসিটি বিভাগের দায়িত্ব পালন করে আসছেন জুনােইদ আহমেদ পলক। এরপর গত বছরে যখন টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে মোস্তাফা জব্বার পদত্যাগ করেন তখন প্রধানমন্ত্রী এই বিভাগেরও দায়িত্ব অর্পন করেন জুনাইদ আহমেদ পলকের ওপর।