ফাইভজি প্রস্তুতিকে সামনে রেখে মোবাইল অপারেটরদের জন্য অভিন্ন লাইসেন্স নীতিমালা তৈরি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা। ফোরজির নীতিমালাকে ভিত্তি হিসেবে নিয়ে অন্যান্য লাইসেন্সের বিষয়গুলো সমন্বয়ের মাধ্যমে এই নীতিমালার একটি খসড়া তৈরি করেছে।
খসড়ায় টুজি, থ্রিজি ও ফোরজি সেবা দেওয়ার লাইসেন্সের মেয়াদ ২০৩৩ সাল পর্যন্ত দেওয়ার প্রস্তাব করা হয়েছে। অবশ্য এই মেয়াদ ঠিক করতে যেসব অপারেটরের টুজি ও থ্রিজির মেয়াদ সাত বছর ও পাঁচ বছর বাড়াতে হবে তাদের কাছ থেকে বাড়তি ফি নেওয়া হবে।
প্রস্তাবিত এই খসড়াটি গণশুনানির জন্য বিটিআরসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কারো কোনো মতামত থাকলে আগামী ৩১ আগস্টের মধ্যে সেটি কমিশনে পাঠাতে হবে।