বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী পালন করলো রাষ্ট্রায়ত্ব টেলিকম অপারেটর টেলিটক। জাতীয় শোক দিবস স্মরণে মঙ্গলবার বিকেলে গুলশানে অপারেটরটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা ও দোআ মাহিফিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
টেলিটক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ সচিব অশোক কুমার বিশ্বাস এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক এসএস ভদ্র বক্তৃতা করেন।
এর আগে টেলিযোগাযোগ অধিদপ্তর আয়োজিত টেলিযোগাযোগ অধিদপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন ত্বরান্বিত করতে টেলিকম কর্মকর্তাদের আরও নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান মন্ত্রী।
উভয় অনুষ্ঠানেই ১৫ আগস্ট শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।