জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সবুজ চত্ত্বরে মঙ্গলবার হয়ে গেলো কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বার্ষিক প্রণোদনা প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে ৬৭ জন কর্মচারীকে কঠোর শ্রমসাধ্য কাজের স্বীকৃতি স্বরূপ প্রণোদনা প্রদান করা হয়।
এছাড়া সংস্থার সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীকে নতুন বছরের (২০২২ ইং) স্মারক উপহার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “শ্রম দিয়ে এবং ঘাম ঝরিয়ে যারা কাজ করে, তাদের মূল্যায়ন করতে হবে। বিজ্ঞান জাদুঘরের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং উন্নয়ন কর্মযজ্ঞে সবার অবদান প্রশংসনীয়। কর্তব্য পালনে উজ্জীবিত করার জন্য কর্মচারীদের প্রণোদনা প্রদান অপরিহার্য। দায়িত্ব পালনে সততা ও কর্তব্য নিষ্ঠা বজায় রাখতে হবে এবং অনৈতিক উপার্জন পরিহার করে জীবনকে শুদ্ধতা ও নৈতিকতায় সমৃদ্ধ করতে হবে। প্রতিষ্ঠানকে আদর্শমানে উন্নীত করতে হবে ।”