গণিতের আন্তর্জাতিক অঙ্গনে রৌপ্য ও ব্রোঞ্জ পদকসহ দ্বিতীয় রানার আপ হয়েছে বাংলাদেশ। প্রতিযোগিতায় বাংলাদেশ ১টি রৌপ্যপদক,১টি ব্রোঞ্জপদক ও ৪টি সম্মানসূচক স্বীকৃতি পেয়েছে। এ ছাড়া ব্যক্তিগত ও দলগত প্রতিযোগিতা-দুটিতেই পিংকগ্রুপে বাংলাদেশ দ্বিতীয় রানারআপ হয়েছে।
ব্যক্তিগত ইভেন্টে রৌপ্য পদক পেয়েছে খুলনা জিলা স্কুলের শিক্ষার্থী কাজী নাদিদ হোসেন এবং ব্রোঞ্জ পদক পেয়েছে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থী নায়ার শারার।
এ ছাড়াও একই বিভাগে ২টি সম্মানসূচক স্বীকৃতি পেয়েছে নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী আদিবা ইবনাত ও ময়মনসিংহ জিলা স্কুলের শিক্ষার্থী মো. আজমাইন হাসান।
সব মিলিয়ে বাংলাদেশ দল ব্যক্তিগত ইভেন্টে সম্মিলিতভাবে মোট ১৮৬ নম্বর পেয়ে দ্বিতীয় রানার আপ হয়েছে। দলগত ইভেন্টে ১৯৩ নম্বর পেয়ে পিংক গ্রুপে বাংলাদেশের অবস্থান-দ্বিতীয় রানার আপ।
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের এবারের আয়োজক ছিল ইন্দোনেশিয়া। করোনার কারণে পুরো আয়োজনটি ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়।
গত ২৭ জুলাই থেকে ১ আগস্ট অনুষ্ঠিত গণিতের এই আন্তর্জাতিক প্রতিযোগিতা। ২৯ জুলাই এই প্রতিযোগিতার মূল পরীক্ষা পর্বে অংশ নেয় শিক্ষার্থীরা। এ ছাড়াও তিন দিনব্যাপী পাজল সলভিং কনটেস্টে বিভিন্ন দেশের সঙ্গে অংশ নেয় শিক্ষার্থীরা।