জাতীয় বিজ্ঞান ও প্রযু্িক্ত জাদুঘরের সুষ্ঠু ব্যবস্থাপনায় সন্তুষ্টি ব্যক্ত করে যুগের চাহিদার সঙ্গে সমন্বয় করে একে আরও প্রযুক্তি নির্ভর করার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রতিষ্ঠানের অংশীজনরা। সোমবার বিজ্ঞান জাদুঘরে অংশীজনদের নিয়ে আয়োজিত এক বিজ্ঞান সভা ও বিজ্ঞান বক্তৃতায় শিক্ষার্থী, শিক্ষক, ক্ষুদে বিজ্ঞানী ও সরকারি কর্মকর্তারা প্রতিষ্ঠানের উন্নয়নে বিভিন্ন পরামর্শ দেন তারা।
এ উপলক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “শিক্ষার্থীদের বিজ্ঞার চর্চার সঙ্গে গবেষণায় সম্পৃক্ত হতে হবে।
এসময় বিজ্ঞান, উদ্ভাবন, ধর্ম, নৈতিকতা এবং প্রযুক্তির সমন্বয়ে জাতি গঠনের উপর গুরুত্ব আরোপ করেন তিনি।
তিনি বলেন, “বিজ্ঞান জাদুঘরের বহিরাঙ্গনের পরিবেশ রক্ষায় সিটি কর্পোরেশনকে এগিয়ে আসতে হবে। এ এলাকায় সুষ্ঠুভাবে পাবলিক টয়লেট পরিচালনা এবং বর্জ্য ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশনকে কঠোর ভুমিকায় নামতে হবে। অন্যথায় দর্শক-শিক্ষার্থীদের জন্য এ জাদুঘর অনুকূল হবে না।”