প্রথমবার নিরাপত্তা পর্যবেক্ষণের কারণে এবং দ্বিতীয়বার হুয়াওয়ের আইনি চ্যালেঞ্জের কারণে ৫জি নিলাম বাতিল করেছিলো সুইডেন। আগামী ২১ জানুয়ারি থেকে তৃতীয় দফায় ৫জি স্পেকট্রামের নিলাম শুরু করতে যাচ্ছে সুইডেনের টেলিযোগাযোগ নীতি নির্ধারক সংস্থা পিটিএস।
নতুন প্রজন্মের ৫জি নেটওয়ার্ক থেকে হুয়াওয়েকে বাতিল করার পর প্রতিষ্ঠানটি আইনি পদক্ষেপ চলমান থাকার মধ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে।
এর আগে হুয়াওয়ের আবেদনের ভিত্তিতে ওই নিলাম বন্ধের নির্দেশ দিয়েছিলো আদালত। পরে পিটিএস-এর আপিলের প্রেক্ষিতে বুধবার নিলামের অনুমোদন দেয় সুইডিশ আদালত।
অংশগ্রহণকারীদের সঙ্গে যোগাযোগ করেই এই নিলাম আহ্বান করা হচ্ছে বলে শুক্রবার জানিয়েছে পিটিএস ।
বার্তা সংস্থা রয়টার্সের জানিয়েছে, আদালতের রায় অনুযায়ী, সুইডেনের ৫জি নেটওয়ার্ক থেকে হুয়াওয়েকে বাতিলের সিদ্ধান্তে প্রতিষ্ঠানটি চাইলে আইনি পদক্ষেপ নিতে পারবে।