ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এবারের আন্তর্জাতিক ড্রিস্টিবিউটেড ফিজিকস অলিম্পিয়াডে দুটি রৌপ্য ও একটি অনারেবল মেনশন পদক জিতেছে বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড দল।
বিজয়ীদের মধ্যে রৌপ্য জয়ী রাশেদুল ইসলাম এবং ইমতিয়াজ তানভির ঢাকার নটরডেম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। আর অনারেবল মেনশন জয়ী একই শিক্ষা প্রতিষ্ঠানের এম সামিন সালেক। দলের বাকি দুই সদস্য হলেন রাজশাহী সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রুবায়াত জালাল ও কুষ্টিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী গোলাম ইশতিয়াক।
অলিম্পিয়াডে বাংলাদেশ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক ও তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী আরশাদ মোমেন।
করোনার কারণে রাশিয়ান ফিজিকস অলিম্পিয়াড কমিটির ও আন্তর্জাতিক ফিজিসক অলিম্পিয়াড কমিটির যৌথ উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা নিজ নিজ দেশ থেকে অনলাইনে এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করে।
আন্তর্জাতিক ফিজিকস অলিম্পিয়াডের আয়োজনকারী দলের সদস্য ম্যাক্সিম দোব্রখভের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাংলাদেশে এই অলিম্পিয়াড আয়োজিত হয় রাজধানীর ধানমন্ডির রাশিয়ান কালচার সেন্টারে। ৮ ডিসেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হয় অলিম্পিয়াডের পরীক্ষামূলক পরীক্ষা এবং ১০ ডিসেম্বর তাত্ত্বিক পরীক্ষার মাধ্যমে শেষ হয় অলিম্পিয়াডের বাংলাদেশের আয়োজন।