৩৬ শতাংশ মেয়েসহ ১০ হাজার শিক্ষার্থী নিবন্ধনের মধ্য দিয়ে রোববার বিকেলে অনুষ্ঠিত হয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৬ষ্ঠ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (বিডিজেএসও ২০২০) অনলাইন আঞ্চলিক পর্ব। এই পর্ব থেকে জাতীয় পর্বে যাওয়ার ছাড় পত্র পেয়েছে ৩ হাজার খুদে বিজ্ঞানী। এদের মধ্যে ৭৫ শতাংশই ঢাকার বাইরের।
দেশের সকল জেলা হতে তৃতীয় থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা একটি অনলাইন পাল্টফর্মে একত্রিত হয়ে এই অলিম্পিয়ডে অংশগ্রহণ করে। অনলাইন আঞ্চলিক পর্বে বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে।
এর আগে দুপুরে এই পর্বের উদ্বোধন করেন বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহ-সভাপতি মুনির হাসান শিক্ষার্থীদের বেশি বেশি প্রশ্ন করার অভ্যাস গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেন।
ইব্রাহিম মুদাসসিরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্তাজিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের কান্ট্রি কোঅর্ডিনেটর অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী।
তিনি ৬ষ্ঠ বিডিজেএসওর সার্বিক দিক তুলে ধরে বলেন, এবছর দশ হাজার একশত চৌদ্দজন শিক্ষার্থী আঞ্চলিক অলিম্পিয়াডে রেজিস্ট্রেশন করেছে। এর মধ্যে ঢাকা শহরের শিক্ষার্থী ২৫ শতাংশ। বাকি ৭৫ শতাংশ বিভিন্ন শহর, উপশহর ও গ্রাম থেকে অংশগ্রহণ করছে। ছেলে ও মেয়ের অনুপাতে মেয়ে শিক্ষার্থী ৩৬ শতাংশ। যেটিকে তুলনামূলক কম। মেয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন বলে তিনি মনে করেন। এছাড়া উপস্থিত ছিলেন আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও প্রধান জনসংযোগ কর্মকর্তা জালাল আহমেদ। তিনি বিডিজেএসও-র সঙ্গে আল-আরাফাহ ইসলামী ব্যাংকে যুক্ত করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের প্রধান জনসংযোগ কর্মকর্তা জালাল আহমেদ ও বিজ্ঞান জাদুঘরের অ্যাকাডেমিক কাউন্সিলর খালেদ বিন ইসলাম।
বিডিজেএসও-র আঞ্চলিক অলিম্পিয়াডে আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রশ্ন পদ্ধতি অনুসরণ করে পরীক্ষা নেওয়া হয়েছে। আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ে মাধ্যমিক বিভাগের ১৬ বছরের কম বয়সী শিক্ষার্থীদের সমস্যা সমাধানে দক্ষতা যাচাই করা হয়।
বিডিজেএসও-তে প্রতি বছর আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও)-তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য ৬ সদস্যের একটি পুর্নাঙ্গ আইজেএসও বাংলাদেশ দল গঠন করার জন্য আয়োজন করা হয় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও)। এবছর করোনা পরিস্থিতির কারণে ডিসেম্বরে জার্মানীতে অনুষ্ঠিত হতে যাওয়া ১৭তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড আইজেএসও ২০২০ স্থগিত করা হয়েছে। অপরদিকে ছয় সদস্যের এই দল গঠনের জন্য ২০১৫ সাল থেকে নিয়মিত আয়োজিত হয়ে আসছে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও)। শিক্ষার্থীদের মাঝে বিডিজেএসওর ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য এই বছর কোনো ভেন্যুতে অলিম্পিয়াড আয়োজন না করে অনলাইনে বিডিজেএসও আয়োজন করা হয়েছে। এবছর বিডিজেএসওর বিজয়ীদের জন্য ৫০ হাজার টাকা পুরষ্কার দেওয়া হবে।
অনলাইনে অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে চারটি ক্যাটাগরিতে⎯প্রাইমারি (৩য়-৫ম), জুনিয়র (৬ষ্ঠ-৮ম), সেকেন্ডারি (৯ম-১০ম) এবং স্পেশাল (১১শ-১২শ, ১ জানুয়ারি ২০০৬-এর পর যাদের জন্ম) আঞ্চলিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।