ড্রোন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের আর্থসামাজিক শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনাতে উদ্যোগ নিয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর। উদ্যোগ বাস্তবায়নে ড্রোন নির্মাণ কৌশলের ওপর প্রশিক্ষণ দিচ্ছে প্রতিষ্ঠানটি।
সোমবার আয়োজন করে ড্রোন প্রযুক্তির উপর এক বিজ্ঞান বক্তৃতা। অনুষ্ঠানে ড্রোন প্রযুক্তি উদ্ভাবনে যারা পারদর্শিতা দেখাবে, তাদেরকে বিজ্ঞান জাদুঘরের মাধ্যমে পুরস্কৃত ও স্বীকৃতি দেওয়া হবে জানান জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী।
অনুষ্ঠানে একটি ড্রোন উড়ানো হয় এবং ড্রোন নির্মাণ কৌশলের উপর বিশেষ ক্লাস অনুষ্ঠিত হয়। ক্লাশে শিক্ষার্থীদেরকে ড্রোন প্রযুক্তিকে সামরিক বা যুদ্ধক্ষেত্রে নয়, শিক্ষা,স্বাস্থ্য, কৃষি এবং পরিবেশ ইত্যাদি ক্ষেত্রে কাজে লাগানোর তাগিদ দেওয়া হয়। মোট ৩৫ জন শিক্ষার্থী এই ক্লাশে অংশ নেন।
এছাড়া একই কর্মসূচিতে করোনায় সঠিক জীবন চর্চা এবং খাদ্যাভ্যাসের শৃঙ্খলা মেনে চলার উপর বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে ৩ জন শিক্ষার্থী বক্তৃতা প্রদান করে।