নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে বিজ্ঞান জাদুঘর। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বিজ্ঞান শিক্ষা জনপ্রিয়করণে চার তলা জাদুঘর ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় রয়েছে ৭টি গ্যালারি। কম্পিউটার গ্যালারিতে রয়েছে অতিকায় আইবিএম ১৪০১।
ফান সায়েন্স গ্যালারিতে আলো আর আয়নার কারসাজিতে দেখা মিলবে ছিন্ন মস্তকের জাদু প্রদর্শনী। আছে ভ্রাম্যমান বাসে বসে ভার্চুয়াল মুভি দেখার ব্যতিক্রমী আয়োজন।
পাশপাশি বিজ্ঞান জাদুঘরে প্রায় পরিত্যক্ত অবস্থায় থাকা এফ-৬ যুদ্ধ বিমানকে সাজানো হয়েছে নতুন সাজে। সংস্কার শেষে নতুন আঙ্গিকে তা প্রদর্শনীর জন্য উন্মুক্ত করা হয়েছে।
সোমবার প্রদর্শনীর জন্য এটি উন্মুক্ত করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। একইসময়ে বঙ্গবন্ধু স্মারক কুইজ ও বিজ্ঞান বিষয়ক বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন তিনি। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, বিজ্ঞান জাদুঘরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ব্যাপক আধুনিকীকরণ কাজ চলছে। ব্যস্থা করা হয়েছে ভার্চুয়াল প্রদর্শনীর।