মহাকাশ বিজ্ঞানের প্রতি শিশু-কিশোরদের আগ্রহী করে তুলতে রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে বসেছিলো “কিডস স্পেস ক্যাম্প ২০২৫”। দিনব্যাপী এই ক্যাম্পে দেশের বিভিন্ন স্থানের ৮৫টা স্কুলের ১৮০ জন শিশু-কিশোর অংশগ্রহণ করে। মহাকাশ প্রযুক্তি, রোবোটিক্স, রকেট সায়েন্স এবং অ্যাস্ট্রোনট প্রশিক্ষণও দেয়া হয় শনিবারের এই ক্যাম্পে।
ক্যাম্পে অভিজ্ঞ মিশন কন্ট্রোলারদের সহযোগিতায় শিশু-কিশোররা শিখেছে মডেল রকেট তৈরী ও উৎক্ষেপন, স্পেস রোবট তৈরী ও প্রোগ্রামিং, টেলিস্কোপ তৈরী ও মহাকাশ পর্যবেক্ষন, মঙ্গল ও চাঁদের জন্য কলোনি ডিজাইন, ছিল ভিআর বেইসড অ্যাস্ট্রোনট প্রশিক্ষণ।
ক্যাম্প থেকে প্রশিক্ষণ নেয়ার পাশাপাশি নিজেদের একটি রিসার্চ পেপার প্রকাশ করেছে ৬-১৪ বয়সী কিশোরদের একটি দল। ৯ সদস্যের এই মার্স কলোনি বিল্ডার্সদলটি এখন তাদে শত পৃষ্ঠার গবেষণাটি প্রকাশ করতে যাচ্ছে আন্তার্জাতিক জার্নালে।

আয়োজন নিয়ে এআইইউবি প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান ড. হাসানুল এ হাসান বলেছেন “আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের দেশে এই ধরনের উদ্যোগ নেয়া হচ্ছে, আমাদের শিশু-কিশোররা আজকের এই কর্মশালায় যে ধরনের এক্টিভিটিগুলো করেছে তা তাদের সৃজনশীলতা ও কৌতূহল আরও বাড়িয়ে তুলবে। আমি বিশ্বাস করি, এই ধরনের উদ্যোগ বাংলাদেশের ভবিষ্যৎ বিজ্ঞানী, প্রকৌশলী এবং মহাকাশ গবেষকদের তৈরি করতে সাহায্য করবে”।
অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট ইকোনমিক অফিসার, জেমস গার্ডিনার। তিনি বলেন “স্পেস ইনোভেশন ক্যাম্প এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে শিশু-কিশোররা মহাকাশ বিজ্ঞান নিয়ে ছোট বয়স থেকেই তাদের স্বপ্ন দেখা শুরু করতে পারছে, আজকের শিশুরাই আগামী দিনের বিজ্ঞানী, গবেষক, এবং নভোচারী। তারা এখানে নতুন কিছু শেখার, আবিষ্কারের এবং নিজেদের কল্পনাশক্তিকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ পেয়েছে, যা সত্যিই প্রশংসনীয়”।

এই আয়োজনকে দক্ষিণ এশিয়ার বৃহত্তম কিডস ক্যাম্প বলে অভিহিত করেছেন আয়োজক প্রতিষ্ঠন স্পেস ইনভেশন কেম্প প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু। তিনি বলেন, ” আমাদের লক্ষ্য আগামী দিনেও শিশু-কিশোরদের জন্য আরও নতুন নতুন উদ্যোগ নিয়ে আসা, যাতে তারা শিখতে পারে, আবিষ্কার করতে পারে, এবং নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে।”
এছাড়াও অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন এআইইউবি ট্রাস্টি ড. কারমেন জে. লামাগ্না, ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সাইফুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুর রহমান প্রমুখ।
আয়োজনটিতে নলেজ পার্টনার হিসেবে ছিলেন ক্রিয়েটিভ জুনিয়র, টেক পার্টনার ই-সফট ও রোবাস্ট রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এবং সহযোগিতায় ছিলো সায়েন্টিফ্লাই, কিডস কোডিং ক্লাব এবং টীম এটলাস।