আধুনিকায়নের অংশ হিসেবে সোমবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের জীববিজ্ঞান ও পদার্থবিজ্ঞান গ্যালারিতে স্থাপিত হলো উচ্চ ক্ষমতাসম্পন্ন ১৯টি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র। এক কোটি আঠারো লক্ষ টাকা ব্যয়ে এসিগুলো স্থাপন করেছে গণপূর্ত অধিদপ্তর। এর ফলে বিজ্ঞান জাদুঘরের আধুনিকায়নে নবতর ধারা সংযোজিত হলো বলে মন্তব্য করেছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী।
এর আগে তিনি জীববিজ্ঞান গ্যালারিতে ১০টি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র উদ্বোধন করেন।
এসময় কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেছেন, “জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। বর্তমান অবকাঠামো আধুনিকায়ন করে একে আরও দর্শকবান্ধব করতে ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে জাদুঘরের গ্যালারিগুলো শীতাতপ নিয়ন্ত্রিত করা হবে। এতে শিক্ষার্থী ও দর্শকরা আরামদায়ক পরিবেশে বিজ্ঞান জাদুঘরের প্রদর্শনী কার্যক্রম উপভোগ করতে পারবে। বিজ্ঞান জাদুঘর দেশের বিজ্ঞান শিক্ষার প্রসারে একটি মহৎ লক্ষ্য নিয়ে কাজ করছে। সে লক্ষ্য বাস্তবায়নে জাদুঘরের কর্মকর্তা কর্মচারীদের সৎ, কর্তব্যপরায়ন ও নিষ্ঠাবান হয়ে দায়িত্ব পালন করতে হবে।”
mpk78xx8rcknjm
http://www.nytonguesthouse.co.uk
purchase lasuna for sale – buy lasuna cheap cheap generic himcolin