দক্ষ মানসম্পদ, কর্মসংস্থান গড়ে তুলতে আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে সরকারের ব্যুরো অব ম্যানপাওয়ার, ইমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং-বিএমইটি’র সব সেবা ডিজিটাল রূপান্তর কার্যক্রম উদ্বোধন করলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ। বৃহস্পতিরবার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ আইসিটি প্রতিমন্ত্রীর প্রশংসা করে বলেন, আমি একসময় পলকের মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ছিলাম। এখন আমার মন্ত্রণালয়ের ডিজিটাল রূপান্তরের মাধ্যমে এগিয়ে নিতে তার নেতৃত্ব ও সহযোগিতা কামনা করি। এই ডিজিটাল রুপান্তর প্রবাসীদের প্রতারণার হাত থেকে বাচাবে।
এসময় তিনি বলেন, আমরা ৯৯৯ বানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ৩৩৩ বানিয়ে স্বাস্থ্যমন্ত্রণালয়কে দিয়ে দেয়ার ক্ষেত্রে প্রথমে কষ্ট লাগতো। তবে আজ গর্ববোধ করি, হোল অব অ্যাপ্রোচে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ভূমিকা পালন করতে পারায়। এরই অংশ হিসেবে আমাদের তৈরি প্রবাসী অ্যাপ এর মাধ্যমে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সকল কার্যক্রম ডিজিটালি করা সম্ভব হচ্ছে। এই উদ্যোগ ভবিষ্যত স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, কৃষি, পোশাক ও প্রবাসী অর্থনীতির মূল চালিকা শক্তি। এর মধ্যে ১ কোটি ২০ লাখ শ্রমিকের রক্ত-শ্রম ঘমে আমাদের বেতন হয়। এখন দেশে বসেও প্রবাসী আয় করা সম্ভব হয়। এজন্য মানবস্পদকে দক্ষ কর্মী গড়ে তুলতে হবে। এই তিন খাতেই প্রযুক্তি ব্যবহার করা হয় তবেই স্মার্ট বাংলাদেশ গঠন সম্ভব হবে।
প্রবাসী কল্যাণ সচিব আহমেদ মুনিরুস সালেহীন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটর চেয়ার আনিসুল ইসলাম মাহমুদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএমইটি মহাপরিচালক মোহাম্মাদ শহীদুল আলম। ডিজিটাল রূপান্তরের বিস্তারিত তুলে ধরেন আমি প্রবাসী লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক তারিক ই হক। উপস্থাপনা নিয়ে আলোচনা করেন ব্রাক নির্বাহী পরিচালক আসিফ সালেহ ও বায়রা সভাপতি মোঃ আবুল বাসার।