২০২২-২৩ অর্থবছরে মোট ২৫ লাখ ৬০ হাজার ৩ কোটি টাকা জাতীয় বরাদ্দ পেয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে থোক বরাদ্দে ৪৮.৭২ কোটি টাকাসহ বরাদ্দ দেয়া হয় ১৫৯৫.৭৮ কোটি টাকা। এর মধ্যে ২৬টি প্রকল্প, ২৩টি বিনিয়োগ প্রকল্প, ২টি কারিগরি সহায়তা প্রকল্প এবং একটি নিজস্ব অর্থায়নের প্রকল্প রয়েছে।
প্রকল্প বাস্তবায়নে গত মে ১২১২.০৭ কোটি টাকা ব্যয় করে ৯২ .৮৫ শতাংশ অগ্রগতি অর্জন করে আইসিটি বিভাগ। আর গত ৩০ জুন পর্যন্ত এই অগ্রগতি হয়েছে ১০০.৭২ শতাংশ।
বৃহস্পতিবার প্রকল্পের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা বৈঠকে এই তথ্য তুলে ধরা হয়। নিজেদের উদ্ভাবিত ‘বৈঠক’ প্লাটফর্মে অনুষ্ঠিত বৈঠকে প্রকল্পপ্রধানরা আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছে নিজেদের কার্যক্রম উপস্থাপন করেন।
আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সভায় প্রকল্প পরিচালকেরা তাদের প্রতিবেদন পেশ করেন।