সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) শুরু হচ্ছে তৃতীয় ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ। অনুপ্রেরণামূল ক্ষমাতায়ন ও উদ্ধাবনার প্রত্যয়ে সকাল সাড়ে ১০টায় তিন দিনের এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৬০টি দল। জমা পড়া ১৮০টি প্রকল্প থেকে চূড়ান্ত পর্বে টিকেছে এই দলগুলো। তাদের উদ্ভাবনা প্রদর্শনের পাশাপাশি এই আয়োজনে দেশী-বিদেশী বিশেষজ্ঞদর নিয়ে অনুষ্ঠিত হবে চারটি সেমিনার।
রবিবার আইসিটি টাওয়ারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের আহ্বায়ক ও টেকনোহ্যাভেন কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হাবিবুল্লাহ নিয়ামুল করিম।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. আব্দুল মান্নানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম। এসময় জ্যেষ্ঠ সচিব বলেন, ব্লকচেইন হচ্ছে বিশ্ব বদলে দেয়া ফাউন্ডেশন প্রযুক্তি। তরুণদের এই প্রযুক্তিতে সংশ্লিষ্ট করতে সর্বাত্মক সহযোগিতা করছে সরকার।
সংবাদ সম্মেলন শেষে হাবিবুল্লাহ নিয়ামুল করিম ডিজিবাংলাকে জানান, ক্রমেই ব্লক চেইন অলিম্পিয়াডের পরিসর বাড়ছে। নিরাপত্তা, সুরক্ষা ও সুনিপুন হিসাব ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক করতে ব্লকচেইনে তরুণদের আগ্রহ বাগছে। নানা উদ্ভাবনী সল্যুশন আমাদের দেশকে ঋদ্ধ করছে। আমরা আশা করছি, এবার হয়তো পদ্মাসেতুতেও ব্লক চেইনের ব্যবহারে তারা উৎসাহিত হয়ে উঠবে।