ডিজিটাল দক্ষতা উন্নয়নে দেশজুড়ে জেলা ও উপজেলা পর্যায়ে স্থাপন করা হচ্ছে ৫৫৫টি জয় ডি-সেট সেন্টার। এজন্য উর্ধ্বমুখী সম্প্রসারণ করা হচ্ছে উপজেলা কমপ্লেক্সগুলোর ভবনগুলো। শুরুতেই কাজ শুরু হচ্ছে ফরিদপুর সদর, মানিকগঞ্জের শিবালয়, বরগুনার বামনা, যশোর সদর এবং ভোলার বোরহান উদ্দিনের কাজ। অপরাপর উপজেলার পাশাপাশি সমান তালে এগিয়ে যাচ্ছে নতুন করে ৩২টি ভবন নির্মণের কার্যক্রম।
ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের অধীনে স্থানীয় সরকারের সহায়তায় এই কাজ বাস্তবায়ন করবে আইসিটি অধিদপ্তর। কাজ শুরু করতে মঙ্গলবার ভার্চুয়ালি এ নিয়ে অনুষ্ঠিত হয় আন্তঃমন্ত্রণালয় বৈঠকে। এতে উপস্থাপন করা হয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিস্তারিত। বৈঠকে জানানো হয়, এই প্রকল্পের অধীনে এক লাখ ৯ হাজার ২৪৪টি এন্ডইউজার কানেক্টিভিটি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ১০ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব,কৃষি ও চাষাবাদের উন্নয়নে ১০টি ডিজিটাল ভিলেজ স্থাপন ৫৫৫টি জয় ডি-সেট সেন্টার, ৫৭টি বিশেষায়িত ল্যাব স্থাপন করা হবে।
আর ডি-সেট সেন্টারগুলো থেকে ই-গভর্নেন্স বাস্তাবায়নে প্রশিক্ষণ পাবেন ৩৩ হাজার ৩০০ জন সরকারি কর্মচারি। এছাড়াও প্রতি বছর এখান থেকে ১ লাখ ২০ হাজার জন শিক্ষিত বেকারকে প্রশিক্ষণ দেয়া হবে। তৈরি হবে ২০০ জন ফ্রিল্যান্সার।
আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ।
এর আগে গেল বছরের ২৩ নভেম্বর চার বছর মেয়াদি এই প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।