প্রযুক্তি সেবার জন্য জাতীয় পর্যায়ে একটি প্রোটোকল আর্কিটেকচার তৈরি করতে যাচ্ছে আইসিটি বিভাগ। আর তার আগেই সেবার মান নিশ্চিত করতে ডিজিটাল সার্ভিস আইন তৈরি করা হচ্ছে। এজন্য এটুআই -কে উদ্ভাবন কর্তৃপক্ষের ক্ষমতা দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে।
বৃহস্পতিবার এটুআই আয়োজিত ‘থিংকিং ডিজিটাল প্রোটেকল’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান আইসিটি প্রতিমন্ত্রী।
জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রযুক্তি সেবার মাধ্যমে নাগরিকদের জীবনযাপনকে আরো স্বাচ্ছন্দময় করতে সফটওয়্যারের গুণগত মান নির্ধারণ ও বজায় রাখার লক্ষ্যে আমরা এখন ডিজিটাল সার্ভিস অ্যাক্ট চালু করতে যাচ্ছি।
বক্তব্যে পাঠাও, সুরক্ষা অ্যাপের মতো নিজেরাই নিজেদের সমস্যা সামাধানে বাংলাদেশ কাজ করছে বলে জানান প্রতিমন্ত্রী। এ জন্য সরকার উদ্ভাবক ও উদ্যেক্তাদের উৎসাহিত করছে।
এটুআইয়ের পলিসি অ্যাডভাইজর আনির চৌধুরীর সঞ্চালনায় ওয়েবিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এটুআই সিটিও আরফে এলাহী,ন্যাসেনিয়া আইটি’র সিটিও ফাত্তাহুল আলম, ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক খায়রুল আমিন এবং কম্পিউটার বিজ্ঞানী ডক্টর সৈয়দ আক্তার হোসাইন।
অনুষ্ঠানের শুরুতেই ভারতের ডিজিটাল অগ্রগতির তথ্যচিত্র তুলে ধরেন আধার প্লাটফর্মের চিফ আর্কিটেক্ট প্রমোদ ভারমা।