সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও উন্নত ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট সার্ভিস সহ হাসপাতালের পরিষেবা ডিজিটালাইজড করতে বুধবার একটি চুক্তি হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ মহিদুর রহমান খান এবং ই-জেনারেশন লিমিটেডের পরিচালক (অপারেশনস অ্যান্ড সেলস) এমরান আবদুল্লাহ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছেন। অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক (ডেটা সেন্টার) তারেক এম বরকতউল্লাহ এবং ই-জেনারেশন লিমিটেডের নির্বাহী ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল ইসলাম এবং ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের ডিপিডি মাধো সুদুন চন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও ই-জেনারেশন, মার্স সলিউশন জেভি’র মধ্যে এমএজি ওসমানি মেডিকেল কলেজ ও হাসপাতালের স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা উন্নয়ন সংক্রান্ত এই চুক্তির অধীনে রোগীর সমস্ত ক্লিনিকাল এবং ডায়াগনস্টিকস রেকর্ড দক্ষতার সঙ্গে ডিজিটালভাবে পরিচালনা করা সম্ভব হবে হবে। বিশ্বমানে এই রেকর্ডগুলি সংরক্ষণ করা হবে এবং এই মান অক্ষুন্ন রেখেই অন্যান্য হাসপাতালগুলো যেভাবে চায় সেভাবে রিপোর্টগুলো বিনিময়ও করা যাবে।