নিজেসহ প্রথম দফায় যে ৫৬৪ জন অ্যাস্ট্রাজেনিকার টিকার নিয়েছেন তাদের কারোরই মারাত্মক কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি জানিয়ে সকলকেই ভ্যাকসিন নিয়ে সুরক্ষিত থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভ্যাকসিন প্রদান উদ্বোধনকালে এই আহ্বান জানান তিনি।
এসময় অন্যান্যের মধ্যে সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) রকিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি প্রমুখ উপস্থিত ছিলেন।
একইসময় নাটোর আধুনিক সদর হাসপাতালে জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সদর হাসপাতালের সিনিয়র স্টাফ আনন্দ ঘোষ, মোহম্মদ আলী ভ্যাকসিন গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ৫২ ও ৭১ সালের মতো এখনো অপপ্রচার চলছে উল্লেখ করে টিকা নিয়ে কোনো মিথ্যা অপপ্রচারে কান না দেয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী পলক।
তিনি বলেন, অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। টিকা গ্রহণ করা খুবই সহজ। ওয়েবে ইতোমধ্যেই সাড়ে তিন লাখ রেজিস্ট্রেশন হয়ে গেছে। গতকাল পর্যন্ত সিংড়াতে দেড় হাজার নিবন্ধন হয়েছে।
ওয়েবে কেউ যদি নিবন্ধন করতে না পারে তবে এনআইডি নিয়ে ইউনিয়ন তথ্য কেন্দ্রে গেলেই রেজিষ্ট্রেশন করা যাবে বলেও জানান প্রতিমন্ত্রী।
বিদেশ থেকে নয় দেশের ছেলেরাই আইসিটি মন্ত্রণালয়ের অধীনে টিকা নিবন্ধনের সফটওয়্যার তৈরি করেছে এবং এজন্য সরকারের কোনো টাকা খরচ করতে হয়নি বলেও জানান পলক।