২০২১ সালে ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক ২.২৫% থেকে ১২% এ উন্নীত করার মাধ্যমে জিডিপিতে ১% প্রবৃদ্ধির লক্ষ্যে শুরু হয়েছে ইনফো সরকার প্রকল্পের তৃতীয় ধাপের কাজ। প্রকল্পের অধীনে শনিবার ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার আগানগর, কলাতিয়া, কালিন্দি, তেঘরিয়া, শাক্তা, শুভাঢ্যা, হযরতপুর এবং তারানগর ইউনিয়নে পপ (point of presence) উদ্বোধন করেন বিদ্যুৎ মন্ত্রী নসরুল হামিদ।
ডিজিটাল এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক ঢাকা-২ এর সংসদ সদস্য এডভোকেট মোঃ কামরুল ইসলাম এবং আইসটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম।
প্রকল্পের মাধ্যমে প্রান্তিক গ্রামীণ জনপদে দ্রুতগতির ইন্টারনেট ব্রডব্যান্ড সংযোগ প্রদানের জন্য দেশের ২,৬০০টি ইউনিয়নে পয়েন্ট অফ প্রেজেন্স (পিওপি) স্থাপন এবং ১৯,৫০০ কি.মি. অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপনের মাধ্যমে উচ্চগতির নেটওয়ার্ক অবকাঠামো স্থাপন করা হচ্ছে। এছাড়াও ২৬০০ ইউনিয়নে অপটিক্যাল ফাইবার ক্যাবলের মাধ্যমে দ্রুতগতির ইন্টারনেট অবকাঠামো স্থাপনের মাধ্যমে বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে ২৬,০০০ সরকারী অফিসে উচ্চগতির ইন্টারনেট সংযোগ প্রদান করা সম্ভব হবে। প্রকল্পের অধীনেই আজ কেরাণীগঞ্জের আটটি ইউনিয়নে ব্রডব্যান্ড ইন্টারনেটের পপ উদ্বোধন করা হলেও শিগগিরি বাকি ৪টিতে পপ স্থাপন করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
ইনফো সরকার-৩ এর প্রকল্প পরিচালক বিকর্ণ কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো সংযুক্ত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব ও ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ মোস্তাফিজুর
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকার জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম। এছাড়া প্রতিটি ইউনিয়ন চেয়ারম্যানরা এই সভায় বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পের আওতায় ইতোমধ্যে পুলিশের ১,০০০ টি অফিসের মধ্যে ভিপিএন সংযোগ স্থাপন করা হয়েছে। দেশের ৬০ শতাংশ জনগণের ইন্টারনেট ব্যবহারের সুযোগ নিশ্চিতকরা সম্ভব হবে। জাতীয় আইসিটি নীতি ২০১৫ এর লক্ষ্য অর্জনে বাংলাদেশের গ্রামীণ সম্প্রদায়ের জন্য ই-সেবাগুলিতে (e-Service) অনুপ্রবেশ নিশ্চিতকরণ, শহর এবং গ্রামের ডিজিটাল বৈষম্য দূরীকরণ এবং নারী-পুরুষের সমতা বাস্তবায়িত হবে। ইউনিয়ন পর্যায়ে এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারে (ইউডিসি) হাই-স্পীড ইন্টারনেট সংযোগ প্রদান, কারিগরি জ্ঞান বিতরনের মাধ্যমে যোগ্যতা বৃদ্ধি এবং আউটসোর্সিং এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে।