জাতিসংঘের প্রতিনিধিদের কাছে প্রসিকিউশন এবং তদন্ত সংস্থাকে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দিতে অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। রবিবার সকালে জাতিসংঘের ঢাকায় নিযুক্ত আবাসিক প্রতিনিধিরা ওই কার্যালয় পরিদর্শনে গেলে এই অনুরোধ জানানোর কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ও ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের জ্যেষ্ঠ মানবাধিকারবিষয়ক উপদেষ্টা হুমা খানের সঙ্গে বৈফক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান প্রসিকিউটর।
আলোচনার বিষয়বস্তু তুলে ধরে তাজুল ইসলাম বলেন, খুবই আন্তরিকতাপূর্ণ আলোচনা হয়েছে। এ সময় জাতিসংঘের প্রতিনিধিরা জানতে চেয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ও তদন্তপ্রক্রিয়া কেমন এগোচ্ছে, কী পর্যায়ে আছে, কোনো সমস্যা আছে কি না। তাদের পক্ষ থেকে সাহায্য–সহযোগিতা দরকার আছে কি না। এই বিচারপ্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ করার ব্যাপারে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, কী কী কাজ করা হচ্ছে, সে ব্যাপারে জাতিসংঘের সহযোগিতা দরকার আছে কি না ইত্যাদি। প্রসিকিউশন এবং তদন্ত সংস্থাকে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দিতেও অনুরোধ জানিয়েছি।