প্রযুক্তিতে যুথবদ্ধ উদ্যোগে স্বনির্ভরতা অর্জনের অভিপ্রায়ে ভিন্ন আবহে বিজয় দিবস পালন করছে ওপেনসোর্স বাংলাদেশ অ্যালায়েন্সে (OSBD Alliance)। ১৬ ডিসেম্বর রাজধানীর কাওরানবাজারে ট্রিবিউট টু তেজগাঁও ভবনে দিনব্যাপী বুটক্যাম্প করছে সংগঠনটি।
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে টেকসই উপাত্ত ব্যবস্থাপনা অবকাঠামো গড়েতুলতে হেডলেস সিএমএস প্রকল্প উন্নয়ন নিয়ে চলছে দিনব্যাপী এই বুটক্যাম্প। সন্ধ্যায় নেটওয়ার্ক সেশনের মাধ্য দিয়ে শেষ হবে এই আয়োজন।
প্রথমবারের মতো অনুষ্ঠিত এই ক্যাম্পে ৭টি টিমে ৭০ জনের বেশি অংশ নিয়েছেন। এদের মধ্যে প্রথম দলটি অথেন্টিকেশন টোকেন এপিআই, দ্বিতীয় দলটি ইউজার এপিআই অথেন্টিকেশন, তৃতীয় দলটি ব্যবাহারকারীর চেক লিস্ট অনুযায়ী অথরাইজেশন এপিআই নিয়ে কাজ করছে। এছাড়াও চতুর্থ দলটি লগইন, পঞ্চম দলটি রাউটার ব্যবস্থাপনা, ষষ্ঠ দলটি ডামি পেমেন্ট এবং সপ্তম দলটি কন্টেন্ট স্কিম এপিআই তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করছেন।
বুটক্যাম্পে প্রতিযোগীদের সঙ্গে রয়েছেন চারজন মেন্টর। এরা হলেন- লিংক ভিশন সফটওয়্যার সল্যুশনের সিইও মোঃ হাসান মাহফুজ, বি-ট্র্যাক সল্যুশনের ডেপুটি ম্যানেজার মেজবাহ কামাল, লুজলি কাপল্ড টেকনোলজিসের সিওও সৈয়দা নওশাদ জাহান এবং ফাইবার অ্যাট হোমের অ্যাসিসট্যান্ট ম্যানেজার মুহসিনা আক্তার।
বুটক্যাম্প পরিচালনা করছেন আইটি ট্রান্সফরমেশনাল লিডার মোহাম্মাদ মাহদী -উজ-জামান, লুজলি কাপল্ড টেকনোলজিসের সিইও ফিরোজ মাহমুদ জাহিদুর রহমান এবং হেডব্লকস-এর সিইও ও মেশিন লার্নিং বিশেষজ্ঞ মুহাম্মদ আসিফ আতিক।