‘টেন মিনিট স্কুল’ এর জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড বাতিল করা হয়েছে। বিষয়টি মঙ্গলবার (১৬ জুন) স্টার্টআপ বাংলাদেশের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। একই দিনে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপ-এ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তবে কী কারণে বিনিয়োগ বাতিল করা হয়েছে-সেটা জানতে চাইলে ‘বিনিয়োগ বাতিলের কারণ প্রকাশ্যে জানানো চুক্তির বরখেলাপ’ বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
বলা হচ্ছে আয়মান সাদিক কোটা আন্দোলনের পক্ষে স্ট্যাটাস দেওয়ায় বিনিয়োগ বাতিল হয়েছে-এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি বলবো ব্যক্তি বা প্রতিষ্ঠান যেই হোক না কেন-অবশ্যই দেশের প্রতি, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের চেতনা এগুলো সমুন্নত রাখা উচিত। কেউ সফল উদ্যোক্তা হতে পারে, কেউ সফল শিল্পী হতে পারে, সাংবাদিক হতে পারে, আইনজীবী হতে পারে, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন ভিন্ন হতে পারে। কিন্তু মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এসব বিষয় নিয়ে কোনো বিরোধ বা কোনো বিতর্ক থাকতে পারে না। কেউ যদি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কোনো মতামত বা অবস্থান নেয় অবশ্যই আমাদেরতো কথায় আছে, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য।’
সূত্রমতে, সোমবার প্রতিষ্ঠানটিকে অফিসিয়ালি মেইল করে বিনিয়োগ বাতিলের কথা অবহিত করা হয়েছে। এনডিএ নীতি অনুযায়ী, চুক্তিবাতিলের কারণ জানাতে অপারগতা প্রকাশ করেছে স্টার্টআপ বাংলাদেশ কর্তৃপক্ষ। তবে বিষয়টি টেন মিনিটস স্কুলের সহ-প্রতিষ্ঠাতা আয়ামান সাদিকের বলতে নীতিতে কোনো বাধা নেই বলে জানাগেছে।
অবশ্য তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। হেয়াটসঅ্যাপে কল দেয়া হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
এদিকে টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক কোটা আন্দোলনের পক্ষে স্ট্যাটাস দেওয়ায় বিনিয়োগ বাতিল করা হয়েছে বলে চাউর হয়েছে।

নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে বিনিয়োগ বাতিলেন ঘোষণা শেয়ার করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। তিনি লিখেছেন, ‘টেন মিনিট স্কুল-এর জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে বাতিল করা হলো।’
প্রসঙ্গত, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে টেনমিনিটস স্কুলকে ৫ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিলো। ২০২৩ সালের অক্টোবরে ৬১ কোটি টাকা বিনিয়োগ পায় দেশের শীর্ষস্থানীয় অনলাইন শিক্ষামূলক প্রতিষ্ঠান টেন মিনিট স্কুল। এই বিনিয়োগের নেতৃত্ব দিয়েছে ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম কনজাংশন ক্যাপিটাল, পিক ফিফটিনের সার্জ (পূর্বে সিকয়িয়া ক্যাপিটাল ইন্ডিয়া) এবং স্টার্টআপ বাংলাদেশ। ওই বিনিয়োগ অনুষ্ঠানে ন মিনিট স্কুলের তিন সহপ্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবইয়াদ রাইদ, আয়মান সাদিক ও মির্জা সালমান হোসেন বেগ উপস্থিত ছিলেন।
বোর্ড সিলেবাসের ওপর ৩৫ হাজারেরও বেশি রেকর্ডেড ভিডিও লেকচার আছে। এর পাশাপাশি ৮২ হাজারেরও বেশি কুইজ আছে টেনমিনিট স্কুলে। এছাড়াও মডেল টেস্ট, ই-বুক, ও লেকচার শিটের মতো শিক্ষামূলক রিসোর্স টেন মিনিট স্কুল নিয়মিত শিক্ষার্থীদের দিয়ে থাকে। শিক্ষামূলক অ্যাপটি ব্যবহার করছে ৬৭ লাখের বেশি শিক্ষার্থী। এছাড়া টেন মিনিট স্কুলের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কনটেন্ট থেকে প্রতি মাসে এক কোটিরও বেশি শিক্ষার্থী অনলাইনে পড়াশোনা করছে।