শুক্রবার বিকেলে নড়াইল সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনে জয় ডি-সেট সেন্টার ও নড়াইল শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, এই সেন্টার থেকে প্রতি বছর এক হাজার তরুণ-তরুণীদের কর্মসংস্থান করে দিতে ৭৬ কোটি টাকা ব্যয়ে আজ শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের নির্মাণ কাজ শুরু করলাম। আমরা চাই, এখান থেকে প্রশিক্ষণ নিয়ে জব সিকার না হয়ে জব ক্রিয়েটর হবে। এজন্য আমার ভবিষ্যতমুখী দক্ষতা উন্নয়নে স্কুল অব ফিউচার স্থাপন করা হচ্ছে।
সাত তলা এই স্থাপনার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল জেলা প্রশাসক মোঃ আশফাকুল হক চৌধুরী।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে স্থানীয় সংসদ সদস্য (নড়াইল-২) সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রেজাউল করিম, জেলাপরিষদ চেয়ারম্যান সুভাষ চন্দ্র বোস, সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন নিলু এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সফল স্থানীয় ৫ জন ফ্রিল্যান্সারকে সম্মাননা দেয়া হয়। এদের মধ্যে প্রিয়াঙ্কা দম্পতি তিন লাখ ডলার আয় করছেন।