বুধবার বিকেলের দিকে স্থগিত হয়েছিলো কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সব ধরনের স্থানীয় ও আন্তর্জাতিক পেমেন্ট। সূত্রমতে, বাংলাদেশ ব্যাংকের সার্ভার ডাউন হওয়ায় ব্যাহত হয়েছে ইন্টারনেট ব্যাংকিংও। তবে ছয় ঘণ্টা পর কার্যক্রম স্বাভাবিক করা সম্ভব হয়েছে বলে জানাগেছে।
সূত্রটি জানিয়েছে, টেকনিক্যাল গ্লিচের কারণে এমনটা হয়েছিলো।
এর আগে কয়েকটি ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছিলেন, দুপুরের পর কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সব ধরনের স্থানীয় ও আন্তর্জাতিক পেমেন্ট স্থগিত রাখা হয়েছে। কার্ডভিত্তিক আন্তঃব্যাংক লেনদেনের সহায়তার জন্য চালু করা ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবস্থাও বন্ধ রয়েছে।
নাম না প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা জানান, বুধবার (৫ এপ্রিল) ১২টার দিকে সার্ভার ডাউন হয়। ফলে দুপুর থেকে লেনদেন ব্যবহৃত ক্লিয়ারিং সিসটেম কাজ করছে না।
বিষয়টি জানার পর থেকে সার্ভার মেরামতের কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংকের আইটি বিভাগের একজন কর্মকর্তারা।
সূত্রমতে, সন্ধ্যা সাতটার পর সমস্যার সমাধান হয়েছে।
সূত্রমতে, একই কারণে চেক ক্লিয়ারিং-সহ স্থানীয় ও আন্তর্জাতিক পেমেন্ট নিষ্পত্তি ব্যাহত হয়েছে। এনপিএসবি’র মাধ্যমে দৈনিক ৪০০ কোটি টাকার লেনদেন হয়। এটি অফলাইন থাকলে, এসব লেনদেন স্থগিত থাকে।
তবে কী কারণে বাংলাদেশ ব্যাংকের সার্ভার ডাউন হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে দায়িত্বশীল সূত্র থেকেও কোনো তথ্য মেলেনি।