নারীর অধিকার, ক্ষমতায়ন ও সকলের মানবাধিকার নিশ্চিতকরণের প্রত্যয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এশিয়ার নারী বিষয়ক প্রথম অনলাইন টেলিভিশন-হারনেট টিভি। সোমবার (২২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবে টেলিভিশনটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে, মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা দি অলিভেইরা জুনিয়র, ঢাকা সিটি করপোরেশন (উত্তর) মেয়র আতিকুল ইসলাম, র্যাব মহাপরিচালক ড. বেনজীর আহমেদ, মানবাধিকার কর্মী খুশী কবির, আইনজীবী তুরিন আফরোজ, সংসদ সদস্য মাহী বি. চৌধুরী, কানিজ আলমাস প্রমুখ উপস্থিত ছিলেন।
হারনেট টিভির চেয়ারপারসন হোসনে প্রধান, ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন আলিশা প্রধান, উপব্যবস্থাপনা পরিচালক মেহজাবিন প্রধান ফাইজাও এসময় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, নারীদের জন্য বৈষম্যমুক্ত সম্প্রীতির বিশ্ব গড়ে তোলার লক্ষ্য নিয়ে ২০১৮ সালে হারনেট টিভি প্রতিষ্ঠা করা হয়। যেটি আজ উদ্বোধন করা হলো।